পিএসএলে ধরে রাখা ক্রিকেটাদের তালিকা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:০৬ পিএম, ১২ ডিসেম্বর ২০২১
পিএসএলে ধরে রাখা ক্রিকেটাদের তালিকা

নতুন বছরের জানুয়ারিতেই মাঠে গড়াবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ৭ম আসর। চূড়ান্ত হয়েছে এ আসরের প্লেয়ার ড্রাফটের নির্ধারিত সময়ও। তবে এর আগে ফ্রাঞ্চাইজিগুলোর সামনে ক্রিকেটার ধরে রাখার সুযোগ দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ফ্রাঞ্চাইজিগুলোর ধরে রাখা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে পিসিবি।

পিএসএল ফ্রাঞ্চাইজিগুলো পুরাতন ক্রিকেটারদের থেকে আটজনকে ধরে রাখার সুযোগ দেওয়া হয়েছিল। মুলতান সুলতান্স এবং কোয়েটা গ্লাডিয়েটর্স ছাড়া বাকি চার ফ্রাঞ্চাইজিগুলো আটজন করে ক্রিকেটার ধরে রেখেছে। মুলতান সুলতান্স এবং কোয়েটা গ্লাডিয়েটর্স সাতজন করে ক্রিকেটার ধরে রেখেছে।

পিএসএলে ক্রিকেটার রিটেনশন তালিকা

মুলতান সুলতান্স
মোহাম্মদ রিজওয়ান, রাইলি রুশো, শোয়েব মাকসুদ, ইমরান তাহির, শান মাসুদ, খুশদিল শাহ ও শাহনেওয়াজ দহানি।

করাচি কিংস
বাবর আজম, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ নবী, মোহাম্মদ আমির, জো ক্লার্ক, শার্জিল খান, আমের ইয়ামিন ও মোহাম্মদ ইলিয়াস।

লাহোর কালান্দার্স
শাহীন শাহ আফ্রিদি, রশিদ খান, ডেভিড ভিসা, হারিস রউফ, মোহাম্মদ হাফিজ, সোহেল আখতার, জিশান আশরাফ ও আহমেদ ড্যানিয়েল।

ইসলামাবাদ ইউনাইটেড
আসিফ আলী, হাসান আলী, শাদাব খান, ফাহিম আশরাফ, অ্যালেক্স হেলস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, আজম খান ও পল স্টার্লিং।

পেশোয়ার জালমি
ওয়াহাব রিয়াজ, লিয়াম লিভিংস্টোন, শোয়েব মালিক, শেরফানে রাদারফোর্ড, হায়দার আলী, সাকিব মাহমুদ, হুসাইন তালাত ও টিম কোহলার-ক্যাডমোর।

কোয়েটা গ্ল্যাডিয়েটর্স
জেমস ভিন্স, সরফরাজ আহমেদ, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, শহীদ আফ্রিদি, মোহাম্মদ হাসনাইন ও নাসিম শাহ।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ক্যারিয়ারের শেষ পিএসএলে কোয়েটা গ্লাডিয়েটর্সে আফ্রিদি

ক্যারিয়ারের শেষ পিএসএলে কোয়েটা গ্লাডিয়েটর্সে আফ্রিদি

সূচি চূড়ান্ত, বিপিএলের সময়ই মাঠে গড়াচ্ছে পিএসএল

সূচি চূড়ান্ত, বিপিএলের সময়ই মাঠে গড়াচ্ছে পিএসএল

পিএসএলে অধিনায়কত্ব পেলেন বাবর আজম

পিএসএলে অধিনায়কত্ব পেলেন বাবর আজম

পিএসএলে ইসলামাবাদের দায়িত্ব নিলেন আজহার মাহমুদ

পিএসএলে ইসলামাবাদের দায়িত্ব নিলেন আজহার মাহমুদ