আইপিএলে লাক্ষ্ণৌয়ের দায়িত্বে অ্যান্ডি ফ্লাওয়ার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৫৪ পিএম, ১৭ ডিসেম্বর ২০২১
আইপিএলে লাক্ষ্ণৌয়ের দায়িত্বে অ্যান্ডি ফ্লাওয়ার

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নতুন ফ্রাঞ্চাইজি হিসেবে আত্মপ্রকাশ করবে লাক্ষ্ণৌ। নতুন এ ফ্রাঞ্চাইজির প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন সাবেক জিম্বাবুয়ে অধিনায়ক অ্যান্ডি ফ্লাওয়ার।

অ্যান্ডি ফ্লাওয়ারের নিয়োগের বিষয়টি চূড়ান্ত নিশ্চিত করেছে ফ্রাঞ্চাইজিটির মালিক আরপি সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপ (আরপিএসজি)। কোচ নিয়োগের বিষয়টি চূড়ান্ত হলেও এখনও দলের নাম নিয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি ফ্রাঞ্চাইজিটি।

লাক্ষ্ণৌ ফ্রাঞ্চাইজির মালিক সঞ্জীব গোয়েঙ্কা জানিয়েছেন, অ্যান্ডি ফ্লাওয়ারের সাথে দীর্ঘ মেয়াদী চুক্তি করেছে ফ্রাঞ্চাইজিটি। যদিও ঠিক কতদিনের জন্য চুক্তি করা হয়েছে সে বিষয়টি নিশ্চিত করেননি তিনি। ফ্রাঞ্চাইজিটির কোচিং স্টাফের প্রথম সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি।

জাতীয় দলের সাথে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন এ কোচ ফ্রাঞ্চাইজি ক্রিকেটেও বিভিন্ন দলের সাথে নিয়মিতই কাজ করেন। ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত ইংল্যান্ডের কোচ হিসেবে কাজ করেছেন অ্যান্ডি ফ্লাওয়ার। তার কোচিংয়েই ২০১০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড। এছাড়াও ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তান দলের সাথেও পরামর্শক হিসেবে কাজ করেছেন তিনি।

৫৩ বছর বয়সী অ্যান্ডি ফ্লাওয়ার ইংল্যান্ডের দায়িত্ব ছাড়ার পর থেকে ফ্রাঞ্চাইজি ক্রিকেটে কোচ এবং পরামর্শক হিসেবে কাজ করছেন। আইপিএল, সিপিএল, পিএসএল, টি-টেন লিগ এবং দ্য হানড্রেডেও কাজ করেছেন তিনি।

খেলোয়াড়ি জীবনে জিম্বাবুয়ের স্বর্ণালী সময়ের ক্রিকেটার ছিলেন অ্যান্ডি ফ্লাওয়ার। জাতীয় দলের জার্সিতে ৬৩ টেস্টের পাশাপাশি খেলেছেন ২১৩ ওয়ানডে। 

২০২২ আইপিএলের ১৫তম আসরে নতুন ফ্রাঞ্চাইজি হিসেবে আত্মপ্রকাশ করবে লাক্ষ্ণৌ। নিজেদের প্রথম মৌসুম থেকে শিরোপা লড়াইয়ে নামার জন্য প্রস্তুত হচ্ছে ফ্রাঞ্চাইজিটি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

হায়দরাবাদের বোলিং কোচের দায়িত্বে আসছেন স্টেইন

হায়দরাবাদের বোলিং কোচের দায়িত্বে আসছেন স্টেইন

আইপিএলে নিষিদ্ধ হওয়ার শঙ্কায় রাহুল

আইপিএলে নিষিদ্ধ হওয়ার শঙ্কায় রাহুল

১৫তম আসরেও চেন্নাইয়ে থাকছেন ধোনি

১৫তম আসরেও চেন্নাইয়ে থাকছেন ধোনি

আইপিএলে আহমেদাবাদ ফ্রাঞ্চাইজির মালিকানা নিয়ে ঝামেলা

আইপিএলে আহমেদাবাদ ফ্রাঞ্চাইজির মালিকানা নিয়ে ঝামেলা