লাক্ষ্ণৌয়ের সহকারী কোচের দায়িত্ব নিলেন বিজয় দাহিয়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৫০ পিএম, ২২ ডিসেম্বর ২০২১
লাক্ষ্ণৌয়ের সহকারী কোচের দায়িত্ব নিলেন বিজয় দাহিয়া

প্রধান কোচ এবং মেন্টরের পর এবার সহকারী কোচ নিয়োগ দিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নতুন ফ্রাঞ্চাইজি লাক্ষ্ণৌ। সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন বিজয় দাহিয়া। ভারতের রঞ্জি ট্রফির দল উত্তর প্রদেশের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছিলেন দাহিয়া।

নামের ভারে বড় না হলেও কোচ হিসেবে বড় বড় দলের সাথে কাজ করেছেন দাহিয়া। আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের সহকারী কোচের দায়িত্ব পালন করেছিলেন বিজয় দাহিয়া।

এছাড়াও দিল্লি ক্যাপিটালসের ট্যালেন্ট হান্ট কার্যক্রমেও দায়িত্ব পালন করেছিলেন বিজয় দাহিয়া। সে সময় দিল্লি রঞ্জি দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেছিলেন।

বিজয় দাহিয়াকে নিয়োগ দেওয়া আগে লাক্ষ্ণৌ তাদের হেড কোচ হিসেবে জিম্বাবুয়ের সাবেক উইকেটরক্ষক ব্যাটার অ্যান্ডি ফ্লাওয়ারকে নিয়োগ দিয়েছে। এছাড়াও এ দলের মেন্টর হিসেবে কাজ করবেন সাবেক ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর।

লাক্ষ্ণৌয়ের দায়িত্ব নিয়ে বেশ উচ্ছ্বসিত ভারতের হয়ে দুই টেস্ট এবং ১৯ ওয়ানডে খেলা বিজয় দাহিয়া। তিনি বলেন, ‘লাক্ষ্ণৌয়ের এ দেওয়া সুযোগ নিতে পেরে আমি বেশ খুশি। আশা করি আমরা দারুণ জুটি বেধে কাজ করতে পারবো।

২০২২ সালে আইপিএলের ১৫তম আসরে ১০ দলের আইপিএল আয়োজন করতে যাচ্ছে দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। নতুন দল হিসেবে লাক্ষ্ণৌ এবং আহমেদাবাদের জন্য ফ্রাঞ্চাইজি বিক্রি করেছে তারা। লাক্ষ্ণৌয়ের ফ্রাঞ্চাইজি কিনে নিয়েছে আরপি সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপ (আরপিএসজি)।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :