কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে খেলবেন মোস্তাফিজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:১৩ পিএম, ২৩ ডিসেম্বর ২০২১
কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে খেলবেন মোস্তাফিজ

কয়েকদিন পরেই অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার ড্রাফট। এ প্লেয়ার ড্রাফটের আগে ফ্রাঞ্চাইজিগুলোকে মোট চারজন ক্রিকেটারকে নিজেদের ডেরায় ভেড়ানোর অনুমতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ সুবিধায় কাটার মাস্টার মোস্তাফিজকে দলে ভিড়িয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির চেয়ারপার্সন নাফিসা কামাল।

বুধবার (২৩ ডিসেম্বর) বিসিবি এক বিবৃতিতে জানায় ফ্রাঞ্চাইজিগুলো প্লেয়ার ড্রাফটের বাইরে ক্রিকেটারদের দলে ভেড়াতে পারবে। এ সুবিধায় এক দেশি এবং তিন বিদেশিসহ মোট চার ক্রিকেটার দলে ভেড়াতে পারবে। এ সুযোগ নিয়েই কাটার মাস্টার মোস্তাফিজকে দলে নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস।

বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা ভিক্টোরিয়ানসের চেয়ারপার্সন নাফিসা কামাল বলেন, 'আমরা আজকে বোর্ড থেকে গাইডলাইন পেয়েছি। ওই অনুযায়ী মোস্তাফিজকে সাইন করানো হয়েছে।'

সর্বশেষ মৌসুমে রংপুর রেঞ্জার্সের হয়ে বিপিএলে খেলেছিলেন মোস্তাফিজুর রহমান। এবার দল বদল করে কুমিল্লা ভিক্টোরিয়ানসে নাম লেখাচ্ছেন তিনি।

দেশি ক্রিকেটার নিশ্চিত করলেও বিদেশি ক্রিকেটার ক্যাটাগরিতে কারা কারা থাকছেন সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি কুমিল্লা ভিক্টোরিয়ানস কর্তৃপক্ষ। এছাড়াও এবার তরুণ ক্রিকেটারদের দিকে নজর রাখতে চাচ্ছেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের চেয়ারপার্সন নাফিসা কামাল।

২০২২ সালের ২১ জানুয়ারি থেকে মাঠে গড়াবে বিপিএলের অষ্টম আসর। ১৮ ফেব্রুয়ারি ফাইনালের মাধ্যমে এ আসরের পর্দা নামবে। সোমবার (২৭ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে এবারের আসরের প্লেয়ার ড্রাফট।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ডিরেক্ট সাইনিংয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে নাসুম আহমেদ

ডিরেক্ট সাইনিংয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে নাসুম আহমেদ

বিপিএল ফ্র্যাঞ্চাইজিতে সর্বোচ্চ ৮ বিদেশি ক্রিকেটার, সর্বনিম্ন ৩ জন

বিপিএল ফ্র্যাঞ্চাইজিতে সর্বোচ্চ ৮ বিদেশি ক্রিকেটার, সর্বনিম্ন ৩ জন

বিপিএলের ছয় দল ‘চূড়ান্ত’, থাকছে না আইকন প্লেয়ার

বিপিএলের ছয় দল ‘চূড়ান্ত’, থাকছে না আইকন প্লেয়ার

পিএসএলে নিয়ম পরিবর্তনে খেলোয়াড় সঙ্কটে পড়তে পারে বিপিএল

পিএসএলে নিয়ম পরিবর্তনে খেলোয়াড় সঙ্কটে পড়তে পারে বিপিএল