ডিরেক্ট সাইনিংয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে নাসুম আহমেদ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১২ পিএম, ২৩ ডিসেম্বর ২০২১
ডিরেক্ট সাইনিংয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে নাসুম আহমেদ

এক মৌসুম বিরতি দিয়ে মাঠে গড়াছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এ মৌসুমে প্লেয়ার ড্রাফটের আগে নাসুম আহমেদকে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে ব্যবস্থাপনা পরিচালক কে এম রিফাতুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিপিএলের সর্বশেষ আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে মাঠ মাতিয়েছিলেন নাসুম আহমেদ। সেখান থেকেই সরাসরি জাতীয় দলে সুযোগ পেয়েছেন তিনি। তাই এবার তার উপরেই ভরসা রাখতে চাচ্ছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স কর্তৃপক্ষ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, বিপিএলের প্লেয়ার ড্রাফটের আগে একজন দেশি ক্রিকেটারকে সরাসরি দলে ভেড়াতে পারবে ফ্রাঞ্চাইজিগুলো। সে সুযোগ কাজে লাগিয়েই দলে নাসুম আহমেদকে দলে নিয়েছে চট্টগ্রাম।

নাসুম আহমেদকে দলে ভিড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স জানায়, ‘আনকোরা নাসুম আহমেদকে সারপ্রাইজ প্যাকেজ হিসেবেই সর্বশেষ বিপিএলে দলে নিয়েছিলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আসলেন, দেখলেন আর জয় করলেন, বাকি গল্পটা এরকম।’

তারা বিবৃতিতে আরও বলেন, ‘চ্যালেঞ্জার্সের জার্সিতে বিপিএল খেলেই সোজা জাতীয় দল। টি টোয়েন্টি সংস্করণে অপরিহার্য এই বাঁহাতি স্পিনারের উপরই সবার আগে আমাদের আস্থা। নতুন আসরের জন্য আমরা নাসুমকেই বেছে নিয়েছি ডিরেক্ট সাইনিংয়ে।’

নাসুম আহমেদকে দলে ভেড়ালেও সে কোন ক্যাটাগরির ক্রিকেটার এবং তাকে কত পারিশ্রমিক দেওয়া হবে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি চ্যালেঞ্জার্স কর্তৃপক্ষ।

নতুন বছরের ২১ জানুয়ারি মাঠে গড়াবে বিপিএলের অষ্টম আসর। এ আসরের আগে সোমবার (২৭ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে বিপিএলের প্লেয়ার ড্রাফট। সেই ড্রাফটের বাইরে এক দেশি ক্রিকেটারকে দলে ভেড়ানোর সুযোগ পাবে ফ্রাঞ্চাইজিগুলো। সে সুযোগ কাজে লাগিয়েই নাসুমকে দলে নিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। 

এবারের বিপিএলের সবগুলো ম্যাচই এবার অনুষ্ঠিত হবে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটে। ১৮ ফেব্রুয়ারি ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের আসরের।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বিপিএল ফ্র্যাঞ্চাইজিতে সর্বোচ্চ ৮ বিদেশি ক্রিকেটার, সর্বনিম্ন ৩ জন

বিপিএল ফ্র্যাঞ্চাইজিতে সর্বোচ্চ ৮ বিদেশি ক্রিকেটার, সর্বনিম্ন ৩ জন

বঙ্গবন্ধু বিপিএলের ৬ দল চূড়ান্ত, শুরু ২১ জানুয়ারি

বঙ্গবন্ধু বিপিএলের ৬ দল চূড়ান্ত, শুরু ২১ জানুয়ারি

বাংলাদেশের বিপক্ষে কিউই স্কোয়াডে নেই এজাজ প্যাটেল

বাংলাদেশের বিপক্ষে কিউই স্কোয়াডে নেই এজাজ প্যাটেল

রিদমে ফেরার ভালো সুযোগ দেখছেন লিটন দাস

রিদমে ফেরার ভালো সুযোগ দেখছেন লিটন দাস