আবিদের হৃদয়ে বসলো আরও একটি রিং, অবস্থা স্থিতিশীল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৪৩ পিএম, ২৩ ডিসেম্বর ২০২১
আবিদের হৃদয়ে বসলো আরও একটি রিং, অবস্থা স্থিতিশীল

বুকের ব্যথা নিয়ে মাঠ থেকে হাসপাতালে ভর্তি হয়েছিলেন পাকিস্তানের ওপেনার আবিদ আলি। গত ২১ ডিসেম্বর হাসপাতালে ভর্তি হওয়ার পরদিন এনজিওপ্লাস্ট (রিং বসানো) করা হয়। তবে বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) আরও একটি এনজিওপ্লাস্ট করা হবে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বলা হয়, ‘কনসালটেন্ট কার্ডিওলজিস্টের তত্ত্বাবধানে রয়েছেন আবিদ। বর্তমানের আবিদের শারীরিক অবস্থা স্থিতিশীল।’

প্রথম এনজিওপ্লাস্টেও পর হাসপাতালের বিছানা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডি বার্তা দিয়েছেন ৩৪ বছর বয়সী আবিদ আলি। সেখানে তিনি জানান, এখন ভালো আছেন। দ্রুত সেরে ওঠার জন্য সকলের কাছে দোয়া চান তিনি।

কায়েদ-ই-আজম ট্রফির ফাইনাল রাউন্ড চলাকালীন দু’বার বুকে ব্যথা অনুভব করে মাঠ ছাড়েন আবিদ। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়

করাচির ইউবিএল ক্রিকেট গ্রাউন্ডে সেন্ট্রাল পাঞ্জাবের হয়ে খাইবার পাখতুনখাওয়ার বিপক্ষে ব্যাট করার সময় বুকে ব্যথা ওঠে আবিদের। এরপর ৬১ রানে আহত অবসর হয়ে প্যাভিলিয়নে ফিরেন তিনি। ৬১ রানের ইনিংস খেলার পথে প্রথম শ্রেণির ক্রিকেটে ৯ হাজার রানের মাইলফলক পূরণ করেন আবিদ।

সর্বশেষ বাংলাদেশের সফরে ব্যাট হাতে দুই ম্যাচের সিরিজে ২৬৩ রান করেছিলেন আবিদ। এর মধ্যে একটি করে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি ছিল। সফরে চট্টগ্রাম টেস্টে ১৩৩ ও ৯১ রান এবং ঢাকা টেস্টে ৩৯ রান করেছিলেন আবিদ।

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

পিসিবি টাকা না দেওয়ায় ক্রিকেট দলকে বের করে দিলো হোটেল কর্তৃপক্ষ

পিসিবি টাকা না দেওয়ায় ক্রিকেট দলকে বের করে দিলো হোটেল কর্তৃপক্ষ

লাহোর কালান্দার্সের সাথে যুক্ত হলো ইয়র্কশায়ার

লাহোর কালান্দার্সের সাথে যুক্ত হলো ইয়র্কশায়ার

বন্ধুর ‘ধর্ষণ কাণ্ড’ ধামাচাপার চেষ্টায় আসামি পাকিস্তানি স্পিনার ইয়াসির শাহ

বন্ধুর ‘ধর্ষণ কাণ্ড’ ধামাচাপার চেষ্টায় আসামি পাকিস্তানি স্পিনার ইয়াসির শাহ

পিএসএলে লাহোরের অধিনায়ক শাহীন আফ্রিদি

পিএসএলে লাহোরের অধিনায়ক শাহীন আফ্রিদি