চার মাস পর মাঠে ফিরেই আবিদ আলির ফিফটি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৫১ পিএম, ২১ এপ্রিল ২০২২
চার মাস পর মাঠে ফিরেই আবিদ আলির ফিফটি

হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়ার পর পাকিস্তানি ব্যাটার আবিদ আলীর মাঠে ফেরা নিয়েই সংশয় দেখা দিয়েছিল। তবে হার মানেননি আবিদ। চার মাস পর আবারও মাঠের ক্রিকেটে ফিরছেন পাকিস্তানি ওপেনার। প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেই প্রথম ম্যাচে ফিফটি তুলে নিয়েছেন এই ব্যাটার।

কয়েক সপ্তাহ আগেই হার্ট অ্যাটাকের ধকল কাটিয়ে অনুশীলনে ফিরেছিলেন আবিদ। এরপর ফয়সালাবাদে অনুষ্ঠিত চলমান এসপিএলে প্রথম ম্যাচেই মাঠে নেমে গেছেন ৩৪ বছর বয়সী ব্যাটার। খেলেছেন ৩২ বলে একটি ছক্কা ও সাতটি চারের মারে ৫৬ রানের দুর্দান্ত এক ইনিংস।

২০২১ সালের ডিসেম্বরে কায়েদ-ই-আজম ট্রফির একটি ম্যাচের সময় বুকে ব্যথা অনুভব করার পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে পরীক্ষার পর তার অ্যাকিউট করোনারি সিনড্রোম ধরা পডড়ে। এরপর অ্যাঞ্জিওপ্লাস্টি সার্জারিতে আবিদের করোনারি ধমনীতে একটি স্টেন্ট স্থাপন করা হয়।

ম্যাচ শেষে এ আবিদ আলী জানান, ব্যাটিংয়ে কোনো অস্বস্তি বোধ করেননি তিনি। আবিদ বলেন,’হার্ট সার্জারির পর প্রথম ম্যাচ খেলার জন্য আমি কিছুটা নার্ভাস ছিলাম কিন্তু সর্বশক্তিমান আল্লাহর কাছে শুকরিয়া, মাঠে সময়টা ভালোই কেটেছে।’

এই ব্যাটার আরও বলেন, ‘এই ইনিংসটি আমার আত্মবিশ্বাস বাড়ি দিয়েছে। আমি আরও ম্যাচে অংশ নিয়ে আমার ফর্ম এবং ফিটনেস ফিরে পাওয়ার জন্য চেষ্টা করব। আমার লক্ষ্য আবারও পাকিস্তানের জার্সি গায়ে প্রতিনিধিত্ব করা।’

কঠিন সময়ে তার পাশে থাকার জন্য পরিবার, ভক্ত সমর্থক ও সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আবিদ। তিনি বলেন, ‘কঠিন সময়ে সাহস ও সমর্থনের জন্য আমি আমার পরিবার এবং ভক্তদের কাছে কৃতজ্ঞ।’

পাকিস্তানের হয়ে ১৬ টি টেস্ট ও ছয়টি ওয়ানডে খেলেছেন আবিদ। টেস্টে ২৬ ইনিংসে রান করেছেন ১১৮০। যার মধ্যে আছে চারটি শতক ও তিনটি অর্ধশতক। ওয়ানডেতে ৬ ম্যাচে করেছেন ২৩৪ রান। যার মধ্যে একটি শতক ও একটি অর্ধশতক রয়েছে।

স্পোর্টসমেইল২৪/এএইচবি


শেয়ার করুন :


আরও পড়ুন

উইজডেনের শীর্ষ টি-টোয়েন্টি ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান

উইজডেনের শীর্ষ টি-টোয়েন্টি ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান

ওয়ানডে সিরিজ খেলতে আগস্টে নেদারল্যান্ড যাবে পাকিস্তান

ওয়ানডে সিরিজ খেলতে আগস্টে নেদারল্যান্ড যাবে পাকিস্তান

আমি খেললে কোহলি এতো রান করতে পারতো না: শোয়েব আখতার

আমি খেললে কোহলি এতো রান করতে পারতো না: শোয়েব আখতার

বাবর এ যুগের ব্র্যাডম্যান ও লারা: রশিদ লতিফ

বাবর এ যুগের ব্র্যাডম্যান ও লারা: রশিদ লতিফ