নারী ক্রিকেটারদের বেতন বাড়ছে ৩৩ শতাংশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৩১ পিএম, ২৫ ডিসেম্বর ২০২১
নারী ক্রিকেটারদের বেতন বাড়ছে ৩৩ শতাংশ

মাঠের ক্রিকেটের বেশ ধারাবাহিক বাংলাদেশের নারী ক্রিকেটাররা। এরই ধারাবাহিকতায় বেড়েছে নারী ক্রিকেটারদের পারিশ্রমিক। শীর্ষ গ্রেডে থাকা ক্রিকেটারদের ৩৩ শতাংশ পর্যন্ত বেতন বাড়ানো হয়েছে।

শুক্রবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের সভার পর এ সিদ্ধান্ত জানান সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি জানান, শীর্ষ দুই গ্রেডের বেতন সবচেয়ে বেশি হারে বেড়েছে। পরের ধাপে একটু কম হারে বেড়েছে। এছাড়াও জানান, পারফর্মেন্সের ভিত্তিতেই বেড়েছে নারী ক্রিকেটারদের পারিশ্রমিক।

শুক্রবার নাজমুল হাসান পাপন বলেন, ‘গত বছর মেয়ে ক্রিকেটাদের বেতন বাড়ানো হয়েছিল। ছেলেদের সঙ্গে তুলনা করলে অবশ্যই কম। গত বছর ওদের ভালোই বাড়ানো হয়েছিল, খুব ভালো নয় যদিও। তবে সাধারণত যা করি, তার চেয়ে বেশি করেছিলাম।’

এবারের বোর্ড সভায় এর চেয়েও বেশি বাড়ানোর অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান নাজমুল হাসান। তিনি আরও জানান, যারা ভালো খেলে তাদের পারশ্রমিক বেশি বাড়ানো হয়েছে।

নাজমুল হাসান বলেন, ‘এবার আমরা তার চেয়ে অনেক ভালো করার জন্য অনুমোদন দিয়েছি, বিশেষ করে যারা ভালো খেলে। সাধারণত আমরা ১০ থেকে ১৫ শতাংশ বাড়াই। এবার যারা ভালো খেলে, বিশেষ করে এ ও বি গ্রেডে বেশি বাড়িয়েছি।’

সম্প্রতি প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। এছাড়াও দেশের ক্রিকেটে প্রথম আন্তর্জাতিক শিরোপা এসেছে নারী ক্রিকেটারদের হাত ধরেই। ২০১৮ নারী এশিয়া কাপের শিরোপা জিতেছিল বাংলাদেশ।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

করোনা নেগেটিভ হলেন জিম্বাবুয়ে ফেরত দুই ক্রিকেটার

করোনা নেগেটিভ হলেন জিম্বাবুয়ে ফেরত দুই ক্রিকেটার

নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ সূচি

নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ সূচি

আইসিসির সেরা খেলোয়াড় তালিকায় নাহিদা আক্তার

আইসিসির সেরা খেলোয়াড় তালিকায় নাহিদা আক্তার

বিশ্বকাপ নিশ্চিত করে দেশে ফিরলো নারী ক্রিকেটাররা

বিশ্বকাপ নিশ্চিত করে দেশে ফিরলো নারী ক্রিকেটাররা