নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ সূচি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:১৫ এএম, ১৬ ডিসেম্বর ২০২১
নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ সূচি

নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় ২০২২ সালে নারী ওয়ানডে বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ৪ মার্চ ম্যাচ দিয়ে মাঠে গড়াবে আসরটি। প্রথমবারের মতো বৈশ্বিক এ টুর্নামেন্টে ৫ মার্চ প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা।

ডানেডিনে ইউনিভার্সিটি ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ নারী দল। তার আগে ৪ মার্চ প্রথম ম্যাচে লড়বে স্বাগতিক নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ।

এবারের আসরে অংশ নিবে মোট আটটি দল। রাউন্ড রবিন পদ্ধতিতে সব দলই একবার করে একে অপরের মুখোমুখি হবে। স্বাগতিক হওয়ার সুবিধায় বিশ্বকাপে সরাসরি খেলছে নিউজিল্যান্ড।

আইসিসি নারী চ্যাম্পিয়নশিপ ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত র‌্যাংকিংয়ে উপরের দিকে থাকার সুবাদে বিশ্বকাপে সরাসরি খেলছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ভারত। আর জিম্বাবুয়েতে হয়ে যাওয়া নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব শেষে বিশ্বকাপে খেলার টিকিট পায় বাংলাদেশ, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ।

প্রথম ম্যাচের পর বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ খেলবে ৭ মার্চ, প্রতিপক্ষ নিউজিল্যান্ড। এরপর ১৪ মার্চ হ্যামিল্টনে লড়বে পাকিস্তানের বিপক্ষে, ১৮ মার্চ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ২২ মার্চ ভারতের বিপক্ষে, ২৫ মার্চ অস্ট্রেলিয়ার বিপক্ষে ও ২৭ মার্চ ইংল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশের নারীরা।

পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চারটি দল সেমি-ফাইনাল খেলবে। ৩ এপ্রিল ক্রাইস্টচার্চের হাগলি ওভালের ফাইনাল দিয়ে পর্দা নামবে নারীদের বিশ্বকাপ আসরের।

৩১ দিনের এ টুর্নামেন্টে ম্যাচ হবে মোট ৩১টি। খেলা হবে নিউজিল্যান্ডের ৬টি শহর- ডানেডিন, তাওরাঙ্গা, অকল্যান্ড, ক্রাইস্টচার্চ, ওয়েলিংটন ও হ্যামিল্টনে।

নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের সূচি
৫ মার্চ ২০২২ : বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা (ডানেডিন)
৭ মার্চ ২০২২ : বাংলাদেশ-নিউজিল্যান্ড (ডানেডিন)

১৪ মার্চ ২০২২ : বাংলাদেশ-পাকিস্তান (হ্যামিল্টন)
১৮ মার্চ ২০২২ : বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ (বে ওভাল)

২২ মার্চ ২০২২ : বাংলাদেশ-ভারত (হ্যামিল্টন)
২৫ মার্চ ২০২২ : বাংলাদেশ-অস্ট্রেলিয়ান ( ওয়েলিংটন)

২৭ মার্চ ২০২২ : বাংলাদেশ-ইংল্যান্ড (ওয়েলিংটন)।

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ

প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ

টাইগ্রেসদের বিশ্বকাপ সূচি প্রকাশ

টাইগ্রেসদের বিশ্বকাপ সূচি প্রকাশ

নারী ক্রিকেট দলের আরও একজন করোনা পজিটিভ

নারী ক্রিকেট দলের আরও একজন করোনা পজিটিভ

বিশ্বকাপ নিশ্চিত করে দেশে ফিরলো নারী ক্রিকেটাররা

বিশ্বকাপ নিশ্চিত করে দেশে ফিরলো নারী ক্রিকেটাররা