নিউজিল্যান্ডে বড়দিনের ছুটিতে বাংলাদেশ দল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:১০ পিএম, ২৫ ডিসেম্বর ২০২১
নিউজিল্যান্ডে বড়দিনের ছুটিতে বাংলাদেশ দল

কোয়ারেন্টাইন পর্ব শেষ করে নিউজিল্যান্ডে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ। ইতিমধ্যেই ক্রাইস্টচার্চ থেকে ম্যাচের ভেন্যু তাওরাঙ্গায় পৌঁছেছে টিম টাইগার্স। তবে তাওরাঙ্গা পৌঁছে অনুশীলন শুরু করতে পারেনি মমিনুল বাহিনী। বড়দিনের ছুটি কাটাচ্ছে বাংলাদেশ।

বড়দিনের আগের দিন ম্যাচের ভেন্যু তাওরাঙ্গায় পৌঁছায় বাংলাদশ। তবে এখানে পৌঁছানোর পর অনুশীলন শুরু করতে পারেনি। কারণ সারাবিশ্ব জুড়ে পালিত হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন। তাই তো অনুশীলনেও ছুটি পেয়েছে বাংলাদেশ দল।

এ বিষয়ে বাংলাদেশ দলের টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজন বলেন, ‘গতকাল (শুক্রবার) রাতে আমরা ক্রাইস্টার্চ থেকে তাওরাঙ্গা এসেছি। আজকে আমাদের ডে অফ। এখানে আজকে (শনিবার) ক্রিস্টমাস, কেউ আজকে কাজ কবে না। তাই আমাদের আজকে ছুটি।’

ক্রাইস্টচার্চে অনুশীলন সেশনে বেশ ভালো হয়েছে বলে জানান সুজন। তাওরাঙ্গাতে দুই দিনের অনুশীলন সেশনের পর নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টিম টাইগার্স।

এ বিষয়ে খালেদ মাহমুদ বলেন, ‘আমরা খুব ভালো ট্রেনিং করে আসছি ক্রাইস্টচার্চে। গতকাল সকালেও একটা জিম সেশন ছিল। ২৬-২৭ তারিখে আমরা ট্রেইং করবো। ২৮-২৯ তারিখ আমাদের একটা প্রাকটিস ম্যাচ আছে।’

সাম্প্রতিক সময়ে খুব একটা ভালো সময় কাটাচ্ছে না বাংলাদেশ দল। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘুরে দাড়ানর ব্যাপারের আশাবাদী টিম ডিরেক্টর সুজন। অনুপ্রেরণা হিসেবে নিতে চাচ্ছেন ২০১৭ সালে ওয়েলিংটন টেস্টে গড়ে তোলা বাংলাদেশের প্রতিরোধ। তবে এ ম্যাচ ছাড়া নিউজিল্যান্ডের মাটিতে খেলা বাকি ৮ ম্যাচে কোনো রকম প্রতিরোধই গড়ে তুলতে পারেনি বাংলাদেশ।

এ বিষয়ে খালেদ মাহমুদ সুজন বলেন, ‘আমরা ভালো ক্রিকেট খেলতে চাচ্ছি। এখানে ১০ টা (এখন পর্যন্ত নিউজিল্যান্ডে ৯ টি টেস্ট খেলেছে বাংলাদেশ দল) টেস্ট খেলেছি, তার রেকর্ড খুব একটা ভালো না। তবে ২০১৬ সালে (২০১৭ সালে) ওয়েলিংটন টেস্টে টি ব্রেকের পর আমরা হেরেছিলাম। এছাড়া বাকিগুলোর রেকর্ড খুব খারাপ। এটাকে আমরা ইনসপায়ারেশন হিসেবে নিচ্ছি। ওই ম্যাচে আমরা ডিক্লেয়ার করেছিলাম। আমরা চাই ওই রকম কিছু করতে।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ড্রেসিংরুমে স্বাস্থ্যকর পরিবেশ দেখতে চাই : জালাল ইউনুস

ড্রেসিংরুমে স্বাস্থ্যকর পরিবেশ দেখতে চাই : জালাল ইউনুস

বাংলাদেশ দলের নতুন ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স

বাংলাদেশ দলের নতুন ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স

‘নিউজিল্যান্ডে বোলাররা ছন্দে ফিরছে, কাজ করছে ব্যাটাররা’

‘নিউজিল্যান্ডে বোলাররা ছন্দে ফিরছে, কাজ করছে ব্যাটাররা’

তিন ফরম্যাট ‘অসম্ভব’, টেস্ট নিয়ে ভাবছেন সাকিব

তিন ফরম্যাট ‘অসম্ভব’, টেস্ট নিয়ে ভাবছেন সাকিব