‘নিউজিল্যান্ডে বোলাররা ছন্দে ফিরছে, কাজ করছে ব্যাটাররা’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩১ পিএম, ২৩ ডিসেম্বর ২০২১
‘নিউজিল্যান্ডে বোলাররা ছন্দে ফিরছে, কাজ করছে ব্যাটাররা’

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টকে সামনে রেখে অনুশীলনে ঘাম ঝড়াচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) তৃতীয় দিনের মতো অনুশীলন করেছে টাইগাররা। দলের অনুশীলন ভালো হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ দলের ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স। অনুশীলনে নিউজিল্যান্ডের পিচে টাইগার ব্যাটাররা বেশ উপভোগ করছেন বলেও জানান তিনি।

ক্রাইস্টার্চে থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দেওয়া ভিডিও বার্তায় প্রিন্স বলেন, ‘এখন পর্যন্ত কয়েকদিন অনুশীলন করলাম আমরা। অনুশীলনের জন্য কয়েকদিন সময় পেয়ে বোলাররা নিজেদের ছন্দে ফিরছে, ব্যাটাররা তাদের কাজ করছে। ভালো কিছু সেশন পাওয়া গেছে। নিউজিল্যান্ডের কিছু বোলার আমাদের সাথে যোগ দিয়েছে (নেট বোলার)। তারা ব্যাটারদের সাথে জোরালোভাবে কাজ করেছে।’

তিনি বলেন, ‘আমি অবশ্যই বলতে পারি, আমাদের ব্যাটাররা ভালো করছে। নিউজিল্যান্ডের পিচে ব্যাটিং উপভোগ করছে। কারণ, ইউনিভার্সিটির অনুশীলনের উইকেট বেশ ভালো।’

টাইগারদের ব্যাটিং কোচ বলেন, ‘উইকেটে ধারাবাহিকভাবে বাউন্স হচ্ছে, তবে ব্যাটাররা স্বাচ্ছন্দ্যবোধ করছে। কিছুটা সিম মুভমেন্ট হচ্ছে, যা আমরা আশা করেছিলাম। আমার মনে হয়, সবকিছুই ভালো হচ্ছে, আমাদের খেলোয়াড়রা উৎফুল্ল আছে।’

নতুন বছরের প্রথম দিনই নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট বাংলাদেশ। এখনও কিছুদিন অনুশীলনের সময় আছে টাইগারদের হাতে। এ সময়টা কাজে লাগানোই লক্ষ্য বলে জানান প্রিন্স।

তিনি বলেন, ‘আমাদের হাতে এখনও কিছুদিন সময় আছে। প্রথম টেস্টের আগে তৈরি হতে আমাদের হাতে সাত-আট দিন সময় আছে। ধীরে ধীরে আমরা উন্নতির আশা করছি এবং প্রথম টেস্ট শুরুর আগে ছন্দে ফিরে যাব আমরা।’

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

রিদমে ফেরার ভালো সুযোগ দেখছেন লিটন দাস

রিদমে ফেরার ভালো সুযোগ দেখছেন লিটন দাস

তিন ফরম্যাট ‘অসম্ভব’, টেস্ট নিয়ে ভাবছেন সাকিব

তিন ফরম্যাট ‘অসম্ভব’, টেস্ট নিয়ে ভাবছেন সাকিব

বাংলাদেশ সিরিজে সুযোগ না পেয়ে হতাশ এজাজ প্যাটেল

বাংলাদেশ সিরিজে সুযোগ না পেয়ে হতাশ এজাজ প্যাটেল

বাংলাদেশের বিপক্ষে কিউই স্কোয়াডে নেই এজাজ প্যাটেল

বাংলাদেশের বিপক্ষে কিউই স্কোয়াডে নেই এজাজ প্যাটেল