ব্যর্থ ইংলিশ টপ অর্ডার, মেলবোর্নে জয়ের সুবাস পাচ্ছে অস্ট্রেলিয়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৩৮ পিএম, ২৭ ডিসেম্বর ২০২১
ব্যর্থ ইংলিশ টপ অর্ডার, মেলবোর্নে জয়ের সুবাস পাচ্ছে অস্ট্রেলিয়া

অ্যাশেজে ইংল্যান্ডের টপ অর্ডারের ব্যাটিং ব্যর্থতা যেন কাটছেই না। মেলবোর্নে বক্সিং ডে টেস্টের প্রথম ইনিংসে ১৮৫ রানে গুটিয়ে যাবার পর দ্বিতীয় ইনিংসে ভালো করার সুযোগ থাকলেও সেটা কাজে লাগাতে পারেনি ইংল্যান্ড।

জেমস অ্যান্ডারসনের বদৌলতে প্রথম ইনিংসে অজিদের ২৬৭ রানে গুটিয়ে দেবার পর  দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে আরেকবার ব্যাটিং বিপর্যয়ে পড়েছে জো রুটের দল। দ্বিতীয় দিন শেষে তাদের সংগ্রহ ৪ উইকেটে ৩১ রান। 

আগের দিন ৯ উইকেট হাতে নিয়ে দিন শেষ করেছিলো অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিনের শুরুতেই সুইং কিং জেমস অ্যান্ডারসনের তোপের মুখে অজিরা। অ্যান্ডারসন, অলি রবিনসন আর মার্ক উড মিলে চেপে ধরেন অস্ট্রেলিয়ান ব্যাটিং লাইন আপ। 

তাতে একমাত্র মার্কাস হ্যারিস ছাড়া আর কেউই মাথা তুলে দাঁড়াতে পারেনি। অ্যান্ডারসনের বলে রুটের হাতে ক্যাচ দিয়ে ৭৬ রানের মাথায় প্যাভিলিয়নে ফেরেন হ্যারিস। এরপর বাকিদের ছোট ছোট অবদানে ২৬৭ রানে থামে অজিদের ইনিংস।

বাকিদের মধ্যে ট্রাভিস হেড করেন ২৭, মিচেল স্টার্ক ২৪ ও প্যাট কামিন্স করেন ২১ রান। এছাড়া আলেক্স ক্যারি ১৯, ক্যামেরন গ্রীন ১৭ ও  স্টিভেন স্মিথ করেন ১৬ রান। 

ইংল্যান্ডের পক্ষে অ্যান্ডারসন নেন সর্বোচ্চ ৪ উইকেট। দুইটি করে উইকেট শিকার করেন রবিনসন এবং মার্ক উড। বেন স্টোকস ও জ্যাক লিচ পান একটি করে উইকেটের দেখা।

৮২ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড। তাদের সামনে সুযোগ ছিলো অস্ট্রেলিয়াকে ছাড়িয়ে যাওয়ার। কিন্তু কিসের কি! পুরো অ্যাশেজে অসহায় ব্যাটিং প্রদর্শনীর সেই চিত্র আরেকবার ফুটিয়ে তুললো জো রুটরা। তাতে দ্বিতীয় দিন শেষে ৩১ রান তুলতেই ৪ উইকেট হারিয়েছে তারা। আর এতেই জয়ের সুবাস পাচ্ছে অস্ট্রেলিয়া।

স্পোর্টসমেইল২৪/এএইচবি/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ইংল্যান্ড দলে করোনার হানা

ইংল্যান্ড দলে করোনার হানা

অ্যাশেজের চতুর্থ টেস্টেও অনিশ্চিত হ্যাজলেউড

অ্যাশেজের চতুর্থ টেস্টেও অনিশ্চিত হ্যাজলেউড

‘ডাক’র অর্ধশতক পূর্ণ করলো ইংল্যান্ড

‘ডাক’র অর্ধশতক পূর্ণ করলো ইংল্যান্ড

অ্যাশেজে সেঞ্চুরি করতে ‘আত্মবিশ্বাসী’ রুট

অ্যাশেজে সেঞ্চুরি করতে ‘আত্মবিশ্বাসী’ রুট