পিএসএলে বায়োবাবল নিয়ে কঠোর অবস্থানে পিসিবি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:০৬ পিএম, ৩০ ডিসেম্বর ২০২১
পিএসএলে বায়োবাবল নিয়ে কঠোর অবস্থানে পিসিবি

২০২২ সালের শুরুতেই অনুষ্ঠিত হতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সপ্তম আসর। তবে বিশ্বব্যাপী আবারও মাথাচাড়া দিয়ে ওঠা প্রাণঘাতি করোনাভাইরাসে শঙ্কায় পড়ছে বিশ্ব ক্রিকেট। করোনার কথা মাথায় রেখে শুরু হতে যাওয়া পিএসএলের আসরকে নিয়ে কঠোর অবস্থানে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পিএসএলের সপ্তম আসরে অংশ নেওয়া সকলের বায়োবাবল মেনে চলা বাধ্যতামূলক করছে পিসিবি। কোনো খেলোয়াড় কিংবা কর্মকর্তা নিয়ম ভঙ্গ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবে পাকিস্তান ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের বরাত দিয়ে দেশটির শীর্ষ পর্যায়ের সংবাদ মাধ্যমগুলোতে এমন তথ্য জানানো হয়েছে।

করোনার কারণে চলতি বছরের মার্চের দিকে পিএসএলের ষষ্ঠ আসর স্থগিত করা হয়েছিল। যদিও পরে করোনার প্রকোপ কমে আসায় আসরের বাকি অংশ অনুষ্ঠিত শেষ করেছিল কর্তৃপক্ষ। আগের আসরের থেকে শিক্ষা নিয়ে এবার শুরু থেকেই সতর্ক পিসিবি।

পিসিবির চিন্তার বেশিরভাগ অংশ জুড়েই বিদেশি খেলোয়াড়রা। করোনার দ্বিতীয় ধাপ ওমিক্রণের সংক্রমণ ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। মূলত এ দিকটা ভেবেই পিএসএলে বিদেশি ক্রিকেটারদের কোয়ারেন্টাইন দীর্ঘায়িত করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।

আগের আসরে করোনা পরবর্তী অংশ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হলেও এবার কোনো সু্যোগ নেই। কারণ, সংযুক্ত আরব আমিরাত নিজেরাই ২০২২ সালের ফেব্রুয়ারি এবং মার্চ মাসে নিজস্ব একটি লিগ আয়োজন করবে।

জানা গেছে, পিএসএলের এ আসরকে সামনে রেখে বায়োবাবল পরিচালনার জন্য একটি বিদেশি সংস্থাকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। ইতিমধ্যে খেলোয়াড় এবং কর্মকর্তাদের জন্য সম্পূর্ণভাবে একটি হোটেল বুক করার ঘোষণা দিয়েছে তারা।

২০২২ সালের ২৭ জানুয়ারি থেকে শুরু হচ্ছে পিএসএলের সপ্তম আসর। আসরে মোট ছয়টি দল অংশগ্রহণ করবে। ইতিমধ্যে প্রত্যেকটি ফ্র্যাঞ্জাইজি নিলাম থেকে দেশি-বিদেশি ক্রিকেটার নিয়ে দল গঠন করেছে।

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

আড়াই কোটি ডলারে বিক্রি হলো পিএসএলের টিভি স্বত্ব

আড়াই কোটি ডলারে বিক্রি হলো পিএসএলের টিভি স্বত্ব

পিসিবি টাকা না দেওয়ায় ক্রিকেট দলকে বের করে দিলো হোটেল কর্তৃপক্ষ

পিসিবি টাকা না দেওয়ায় ক্রিকেট দলকে বের করে দিলো হোটেল কর্তৃপক্ষ

বন্ধুর ‘ধর্ষণ কাণ্ড’ ধামাচাপার চেষ্টায় আসামি পাকিস্তানি স্পিনার ইয়াসির শাহ

বন্ধুর ‘ধর্ষণ কাণ্ড’ ধামাচাপার চেষ্টায় আসামি পাকিস্তানি স্পিনার ইয়াসির শাহ

৩৭ কোটি রুপিতে ‌‘ড্রপ-ইন পিচ’ বানাচ্ছে পাকিস্তান

৩৭ কোটি রুপিতে ‌‘ড্রপ-ইন পিচ’ বানাচ্ছে পাকিস্তান