সিনিয়রদের অসাধারণ সাপোর্ট পেয়ে সফল মাহমুদুল হাসান জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:০২ পিএম, ০৩ জানুয়ারি ২০২২
সিনিয়রদের অসাধারণ সাপোর্ট পেয়ে সফল মাহমুদুল হাসান জয়

ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টেই দারুণ ব্যাটিং করে সবার নজর কেড়েছেন তরুণ ব্যাটার মাহমুদুল হাসান জয়। নিজের এ সাফল্যের জন্য সিনিয়রদের কৃতিত্ব দিয়েছেন তিনি। জানান, সিনিয়রদের পরামর্শেই নিউজিল্যান্ডের বিপক্ষে সাফল্য পেয়েছেন।

নিউজিল্যান্ডের আগ্রাসী পেস বোলিংয়ের সামনেও সাবলীলভাবে ব্যাটিং করে গিয়েছিলেন মাহমুদুল হাসান জয়। এর পিছনে ওপেনিং সঙ্গী সাদমান ইসলামের পাশাপাশি নাজমুল হোসেন শান্ত এবং অধিনায়কের মমিনুলের কৃতিত্ব দিতে ভোলেননি জয়।

তিনি বলেন, ‘দল এবং সিনিয়রদের থেকে অনেক অসধারণ সাপোর্ট পেয়েছি। আমাদের সিনিয়র ভাইরা আমাদের অনেক সাপোর্ট করেছে। আমি যে নতুন টিমে আসছি, সেটা প্রেশার ফিল করি নাই। টিম ম্যানেজমেন্ট সবাই আমাকে অনেক হেল্প করেছে।’

মাঝে বলের সাথে পাল্লা দিয়ে রান করার জন্য শট খেলতে চেয়েছিলে মাহমুদুল হাসান জয়। তবে নাজমুল হোসেন শান্ত তাকে এ কাজে নিরুৎসাহী করেন। এ বিষয়ে মাহমুদুল হাসান জয় বলেন, ‘কিছু কিছু সময় শট খেলার জন্য অ্যাগ্রেসিভ হই, তখন শান্ত ভাই আমাকে কন্ট্রোলে থাকার জন্য বলে।’

এছাড়াও নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ৩৪.২১ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছিলেন মাহমুদুল হাসান জয়। এতেই বোঝা যায়, রান করা নয় বরং টিকে থাকার জন্য চেষ্টা করেছিলেন তিনি। বেশি ডট বল খেলার জন্য অধিনায়কের সমর্থন পেয়েছেন বলে জানান মাহমুদুল। 

তিনি বলেন, ‘মমিনুল ভাইয়ের সাথেও আমার জুটি হয়। মমিনুল ভাইও আমাকে একই কথা বলে। যখন বেশি হয় তখন মমিনুল ভাই বলে, ‘ডট বল হইলে সমস্যা নাই তুমি কন্টিনিউ করতে থাকো’।’

জাতীয় দলের সাথে প্রথমবারের মতো দেশের বাইরে সিরিজ খেলতে গিয়েছেন মাহমুদুল হাসান জয়। নিজের প্রথম সফরেই নজর কাড়া পারফর্ম করেছেন তিনি। সিরিজে রান করা নয় বরং উইকেটে টিকে থাকার জন্য পরিকল্পনা করেছিলেন বলে জানান মাহমুদুল।

তিনি বলেন, ‘আমার পরিকল্পনায় ছিল আমি বেশি রানের দিকে যাবো না। আমি যত সেট হতে পারবো, রান অটো আসবে। আমার পার্টনার সাদমান ভাই, শান্ত ভাই, সৌরভ (মমিনুল হক) ভাই বলে যত উইকেট থাকবা তত রান আসবে।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

নিউজিল্যান্ডে দারুণ ব্যাটিংয়ে শক্ত অবস্থানে বাংলাদেশ

নিউজিল্যান্ডে দারুণ ব্যাটিংয়ে শক্ত অবস্থানে বাংলাদেশ

নান্নু-আশরাফুলের বক্তব্যে স্যোশাল মিডিয়ায় তোলপাড়

নান্নু-আশরাফুলের বক্তব্যে স্যোশাল মিডিয়ায় তোলপাড়

আক্ষেপ নেই, ফিট হওয়ায় মনযোগী হাসান মাহমুদ

আক্ষেপ নেই, ফিট হওয়ায় মনযোগী হাসান মাহমুদ

নিউজিল্যান্ডে টাইগারদের ব্যাটিংয়ে মুগ্ধ ইয়ান বিশপ

নিউজিল্যান্ডে টাইগারদের ব্যাটিংয়ে মুগ্ধ ইয়ান বিশপ