আবারও সাদমান ইসলামের সেঞ্চুরি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:১৩ পিএম, ০৪ মার্চ ২০২৩
আবারও সাদমান ইসলামের সেঞ্চুরি

মাঝের সময়টা মোটেই ভালো যাচ্ছিল না সাদমান ইসলামের। কিন্তু ঘরোয়া ক্রিকেটে আবার ধারাবাহিক পারফর্ম করে চলেছেন। বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) টানা দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিলেন এই বাঁ-হাতি ব্যাটার।

একই সঙ্গে তার উপর থাকা চাপও যেন কাটিয়ে উঠলেন।

বিসিএলের তৃতীয় রাউন্ডেও করেছিলেন সেঞ্চুরি। ফাইনালের প্রথমদিনেও তিন অংকের দেখা পেয়ে গেলেন ২৭ বছর বয়সী এই ব্যাটার।

কক্সবাজারে শনিবার ফাইনালের প্রথমদিনে সাদমানের সেঞ্চুরি (১৩০*) ও ফজলে মাহমুদের হাফ সেঞ্চুরিতে (৫৫*) তিন উইকেটে ২৩৪ রান করেছে বিসিবি দক্ষিণাঞ্চল। মধ্যাঞ্চলের হাসান মুরাদ নিয়েছেন দুটি উইকেট।

জাতীয় দল থেকে বাদ যাওয়ার পর ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভালো করছেন সাদমান। আগের ম্যাচে করেছিলেন ১৩০ ও দ্বিতীয় ইনিংসে শূন্যতে আউট হয়েছিলেন।

ফাইনালেও প্রথমদিনে ১৩০ রানে অপরাজিত রয়েছেন। এটি প্রথম শ্রেণীর ক্রিকেটে এটি সাদমানের ১২তম সেঞ্চুরি।

বিসিএলের আগে ভারত-এ দলের বিপক্ষেও সিলেটে ৯৩* রানের ঝলমলে একটি ইনিংস খেলেছিলেন। তার আগে জাতীয় লিগে নিজের শেষ দুই ম্যাচে টানা দুটি হাফ সেঞ্চুরি করেছিলেন। সেই ধারাবাহিকতায় এগিয়ে যাচ্ছেন।

মধ্যাঞ্চলের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে ৯৭ রানে তিন উইকেট হারিয়ে ফেলে দক্ষিণাঞ্চল। এরপর বাকিটা সময় পার করেছেন সাদমান ও ফজলে মাহমুদ। অবিচ্ছিন্ন ১৩৭ রানের চতুর্থ উইকেট জুটি দক্ষিণাঞ্চলকেও বড় সংগ্রহের আশা দেখাচ্ছে।

সাদমানের ২৬৫ বলের ইনিংসে মাত্র চারটি চার। তিনি ফিটি করতে খেলেন ১১৫ বল। সেঞ্চুরি পূরন করেন ২১৪ বলে। ফজলে মাহমুদ খেলেছেন ১৫২ বল।

তিনি মেরেছেন পাঁচটি চার। তা আগে এনামুল হক ২৩, পিনাক ঘোষ ১৬ এবং অমিত হাসান শূন্যতে আউট হন। হাসান মুরাদ দুটি ও আবু হায়দার রণি একটি উইকেট নেন।

তৃতীয় রাউন্ডেও এই দু’দল লড়াইয়ে করেছিল। ওই ম্যাচে বড় জয় পায় দক্ষিণাঞ্চল।

স্পোর্টসমেইল২৪/জেএম


শেয়ার করুন :


আরও পড়ুন

সাদমানের স্বস্তির সেঞ্চুরি

সাদমানের স্বস্তির সেঞ্চুরি

সাকিব-তামিম দ্বন্দ্ব, বাংলাদেশ দলে সবচেয়ে বড় সমস্যা গ্রুপিং : বিসিবি সভাপতি

সাকিব-তামিম দ্বন্দ্ব, বাংলাদেশ দলে সবচেয়ে বড় সমস্যা গ্রুপিং : বিসিবি সভাপতি

নতুন মুখ নিয়ে নিউজিল্যান্ড যাচ্ছে শ্রীলঙ্কা

নতুন মুখ নিয়ে নিউজিল্যান্ড যাচ্ছে শ্রীলঙ্কা

ফলোঅনের শঙ্কায় নিউজিল্যান্ড

ফলোঅনের শঙ্কায় নিউজিল্যান্ড