ডাবল সেঞ্চুরি হাঁকালেন মোহাম্মদ মিঠুন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৩৫ পিএম, ০৪ জানুয়ারি ২০২২
ডাবল সেঞ্চুরি হাঁকালেন মোহাম্মদ মিঠুন

মোহাম্মদ মিঠুন, বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চলমান আসরে চট্টগ্রামে প্রথম রাউন্ডে বঞ্চিত হলেও ঢাকায় পেয়ে গেলেন কাঙ্ক্ষিত দ্বিশতক। বিসিএলের ফাইনালে মিরপুরে তুলে নিলেন প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি। ওয়ালটন সেন্ট্রাল জোনের হয়ে ওপেনিংয়ে নেমে ডাবল সেঞ্চুরি হাঁকান তিনি।

ক্যারিয়ারের প্রথমবারের মতো ডাবল সেঞ্চুরি করে উদযাপনে মেতে উঠেন মিঠুন। বল ক্রিজ পার করতেই মুখে চওড়া হাসি দিয়ে হেলমেট খুলে ব্যাট উঁচিয়ে ধরেন তিনি। তার সাথে খুশির জোয়ার বয় ওয়ালটন সেন্ট্রাল জোনেও। প্রত্যেকেই দাঁড়িয়ে ও হাততালি দিয়ে মিঠুনকে অভিনন্দন জানান। প্রতিপক্ষ শিবির থেকেও মিঠুনকে অভিবাদন জানানো হয়।

শুধু নিজের ডাবল সেঞ্চুরি নয়, ওয়ালটনের পুরো ইনিংসটি মিঠুন মেরামত করেছেন। ১৬ রানে ৪ উইকেট হারানো ওয়ালটন সেন্ট্রালকে খাদের কিনারা থেকে উদ্ধার করেন তিনি। তার সঙ্গে যোগ দেন শুভাগত হোম।

আগের দিন (সোমবার) মিঠুন তুলে নিয়েছিলেন সেঞ্চুরি। ১০২ রানে অপরাজিত থাকা মিঠুন সেঞ্চুরিতে পৌঁছান ১৪৭ বরে। আর ডাবল সেঞ্চুরি ছুঁতে বল খেলেন আরও ১৪০টি। শেস পর্যন্ত ২০৬ রানে থামে ইনিংসের ব্যাট।

৪৪৫ মিনিট উইকেটে থেকে ৩০৬টি বল খেলেন মোহাম্মদ মিঠুন। ২০৬ রানের ইনিংসে ২৭টি চার ও ৩টি ছক্কা মারেন এ টাইগার ব্যাটার। এ ইনিংসে তার ব্যাটিং গড় ছিল ৬৭ দশমিক ৩২।

স্পোর্টসমেইল২৪/আরএস 

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

জাকিরের ব্যাটে সুসময়ের বাতাস

জাকিরের ব্যাটে সুসময়ের বাতাস

এনামুল বিজয়ের ২৪ রানের ‘আক্ষেপ’

এনামুল বিজয়ের ২৪ রানের ‘আক্ষেপ’

প্রথম শতকেই তৌহিদ হৃদয়ের ডাবল সেঞ্চুরি

প্রথম শতকেই তৌহিদ হৃদয়ের ডাবল সেঞ্চুরি

মিঠুন-মিজানের জোড়া সেঞ্চুরিতে ওয়ালটনের দাপট

মিঠুন-মিজানের জোড়া সেঞ্চুরিতে ওয়ালটনের দাপট