বাবর আজমের অর্জনে বাবার আনন্দঘন স্ট্যাটাস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৪৩ পিএম, ০৮ জানুয়ারি ২০২২
বাবর আজমের অর্জনে বাবার আনন্দঘন স্ট্যাটাস

সন্তানের যে কোন অর্জনে সবচেয়ে বেশি খুশি হন বাবারা। সন্তানের আনন্দ তাদেরকেও গভীরভাবে ছুঁয়ে যায়। এই ব্যাপারটা আরেকবার দেখা গেলো। দেখালেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের বাবা আজম সিদ্দিকী।

পাকিস্তানের বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার নির্বাচিত হওয়ার পর ছেলে বাবর আজম ও দলকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে দীর্ঘ এক বার্তা শেয়ার করেন আজম সিদ্দিকী।

শুক্রবার (৭ জানুয়ারি) শেয়ার করা বার্তায় প্রথমেই পুরষ্কার পাওয়া সকলের প্রশংসা করে তিনি বলেন, ‘এই পুরষ্কার পাওয়ায় আমি বাবরের জন্য ঠিক যতটা পুলকিত অনুভব করছি। ততটাই উচ্ছ্বাসিত বোধ করছি মোহাম্মাদ রিজওয়ান, হাসান আলি এবং শাহিন শাহ আফ্রিদির জন্যও।’

তিনি আরও বলেন, ‘বাবর আমার ছেলে হওয়ার জন্যেই এমনটা অনুভব করছি না। সে পাকিস্তানের দলনেতাও। আমরা যদি বাবরকে এক দিকে রাখি তাও বলবো যে, পাকিস্তান শীঘ্রই বিশ্বের এক নম্বর দলে পরিণত হবে ইনশাআল্লাহ। কারণ এই দলের সবাই নিজেদের মধ্যে বিশ্বাস অটুট রেখে একটা দল হয়ে খেলছে।’

সিনিয়রদের সাথে জুনিয়ররা মিলেই পাকিস্তানের এখনের দলটা সেরা। এই দল ভবিষ্যৎ এ আরো ম্যাচ এবং সিরিজ জিতবে বলে আশাবাদী আজম সিদ্দিকী, তিনি বলেন, ‘আল্লাহর রহমতে এই দলটা পাকিস্তনের হয়ে আরো ম্যাচ এবং সিরিজ জিতবে। তারা অসম্ভবকে সম্ভব করেছে।’

শুক্রবার (৭ জানুয়ারি) পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিভিন্ন ক্যাটাগরিতে পাকিস্তানের ২০২১ সালের বর্ষসেরা খেলোয়াড়দের নাম ঘোষনা করে।

২০২১ সালের সবচেয়ে মূল্যবান এবং সেরা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটারের পুরষ্কার জিতেছেন মোহাম্মাদ রিজওয়ান। বাবর আজম পেয়েছেন বর্ষসেরা ওয়ানডে খেলোয়াড়ের পুরষ্কার। শাহিন আফ্রিদি হয়েছেন মোস্ট ইনফ্লুয়েন্সাল প্লেয়ার অব দ্য ইয়ার।

স্পোর্টসমেইল২৪/এএইচবি

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

পাকিস্তানের বর্ষসেরা ক্রিকেটার বাবর-রিজওয়ান-হাসান

পাকিস্তানের বর্ষসেরা ক্রিকেটার বাবর-রিজওয়ান-হাসান

হাফিজের অবসর নিয়ে মুখ খুললেন শহীদ আফ্রিদি

হাফিজের অবসর নিয়ে মুখ খুললেন শহীদ আফ্রিদি

দুর্নীতিগ্রস্ত ক্রিকেটারদের খেলতে দেয়া উচিত না : মোহাম্মদ হাফিজ

দুর্নীতিগ্রস্ত ক্রিকেটারদের খেলতে দেয়া উচিত না : মোহাম্মদ হাফিজ

পিসিবি টাকা না দেওয়ায় ক্রিকেট দলকে বের করে দিলো হোটেল কর্তৃপক্ষ

পিসিবি টাকা না দেওয়ায় ক্রিকেট দলকে বের করে দিলো হোটেল কর্তৃপক্ষ