বিদেশে টেস্ট জয়ের আত্মবিশ্বাস পেয়েছে দল : মমিনুল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৩৩ পিএম, ১১ জানুয়ারি ২০২২

টেস্ট ক্রিকেটে দীর্ঘ দুই দশকের বেশি সময় পেরিয়ে গেলেও এখনও পায়ের নিচে মাটি খুঁজে পায়নি বাংলাদেশ। দেশের বাইরে হাতেগোনা কিছু সাফল্য পেলেও বিদেশের মাটিতে বরাবরই ব্যর্থতার বৃত্তে বন্দি বাংলাদেশ দল। তবে এবারের নিউজিল্যান্ড সফরে স্বাগতিকদের তাদের হারিয়ে ঘরের মাঠে হারিয়ে বিদেশে টেস্ট জয়ের আত্মবিশ্বাস পেয়েছেন বলে জানান অধিনায়ক মমিনুল হক।

টেস্ট ক্রিকেটে পা রাখার প্রায় ১০ বছর পর ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের ঘরের মাঠে জয় পায় বাংলাদেশ। এটাই ছিল প্রতিপক্ষের মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয়। সিরিজের দুই ম্যাচ জিতে ওয়েস্ট ইন্ডিজকে তাদের ঘরের মাঠে হোয়াইটওয়াশ করে টাইগাররা।

এরপর দীর্ঘ চার বছর বিরতি দিয়ে ২০১৩ সালে জিম্বাবুয়ের মাটিতে প্রথম টেস্ট জয়ের স্বাদ পায় বাংলাদেশ। এছাড়াও এরপর বিদেশের মাটিতে মোটে আরও দুইটি জয় পেয়েছিল বাংলাদেশ। বিদেশের মাটিতে বাংলাদেশের টেস্ট ম্যাচ মানেই যেন নিশ্চিত হার। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের ঘরের মাঠে জয় দলকে বিদেশের মাটিতে জয়ের আত্মবিশ্বাস যোগাবে বলে মনে করেন অধিনায়ক মমিনুল হক।

এ বিষয়ে তিনি বলেন, ‘প্রথম ম্যাচটা জেতাটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। আপনারা বলেন এবং দলের সবাই বলেন, বিশ্বাস করতে পারতেছে আমরা দল হিসেবে বিদেশের মাটিতেও টেস্ট জিততে পারি। এই বিশ্বাসটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল।’

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়ে দলের মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি পেয়েছে বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক। এ বিষয়ে তিনি বলেন, ‘একটা সময় আসবে যখন আমরা টেস্ট সিরিজও (বিদেশের মাটিতে) জিতবো। টেস্ট ম্যাচ (নিউজিল্যান্ডের বিপক্ষে জয়) জেতাতে সবার মধ্যে ওই বিশ্বাসটা এসেছে।’

অধিনায়কত্ব পাওয়ার পর থেকেই বড় দলের বিপক্ষে টেস্ট জয়ের স্বপ্ন দেখতেন বলে জানিয়েছেন মমিনুল। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে সে মমিনুলের সে স্বপ্ন পূরণ হয়েছে।

বলেন, ‘আমি খুব কঠিন সময়ের মধ্যে অধিনায়কত্ব পেয়েছিলাম। তখন তো আমি স্বপ্ন দেখতাম যে, বড় দলের সাথে ম্যাচ জিতবো। দলের ফলাফল তখনই ভালো হয়, যখন আমরা দল হিসেবে সবাই ভালো করে খেলতে পারি।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ধ্বংসস্তুপে দাঁড়িয়ে লিটনের দুর্দান্ত সেঞ্চুরি

ধ্বংসস্তুপে দাঁড়িয়ে লিটনের দুর্দান্ত সেঞ্চুরি

মমিনুল-শান্তদের ব্যাটিংয়ে হতাশ অ্যাশওয়েল প্রিন্স

মমিনুল-শান্তদের ব্যাটিংয়ে হতাশ অ্যাশওয়েল প্রিন্স

বোলারদের সঠিক লাইন-লেন্থে বল করতে হবে: গিবসন

বোলারদের সঠিক লাইন-লেন্থে বল করতে হবে: গিবসন

ক্রাইস্টচার্চ টেস্টে নেই পঞ্চপাণ্ডবের কেউ

ক্রাইস্টচার্চ টেস্টে নেই পঞ্চপাণ্ডবের কেউ