বোলারদের সঠিক লাইন-লেন্থে বল করতে হবে: গিবসন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:০৮ পিএম, ০৯ জানুয়ারি ২০২২
বোলারদের সঠিক লাইন-লেন্থে বল করতে হবে: গিবসন

ক্রাইস্টাচার্চে সিরিজের দ্বিতীয় টেস্টে প্রথম দিনেই পিছিয়ে পড়েছে বাংলাদেশ। পুরো ৯০ ওভার বল করে মাত্র একটি উইকেট শিকার করতে পেরেছেন টাইগার বোলাররা। প্রথম দিন শেষে বল হাতে সফল না হওয়ায় বাংলাদেশের পেসারদের আরও ভালো লাইন এবং লেন্থে বল করার পরামর্শ দিয়েছেন বোলিং কোচ ওটিস গিবসন। তার মতে, ক্রাইস্টচার্চের হাগলি ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দিনটি মিস করেছেন বোলাররা।

টাইগার বোলারদের ব্যর্থতায় মাত্র ১ উইকেট হারিয়ে ৩৪৯ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা। যার ফলে প্রথম দিন শেষেই বাংলাদেশকে অনেকটাই ব্যাকফুটে ঠেলে দিতে পেরেছে নিউজিল্যান্ড। দিন শেষে অধিনায়ক টম ল্যাথাম ১৮৬ ও ডেভন কনওয়ে ৯৯ রানে অপরাজিত রয়েছেন।

রোববার (৯ জানুয়ারি) প্রথম দিনের খেলা শেষে গিবসন বলেন, ‘আজ থেকে শিখতে হবে। আমরা আজ অনেক বেশি চার-এর বল করেছি। অফস্টাম্পের বাইরে অনেক বল ওয়াইড। যখন আমরা আমাদের লেন্থ মিস করি, তখনই আমরা ছিটকে পড়ি।’

তিনি বলেন, ‘আপনি ব্যাটারদের রান করার সুযোগ দিবেন না এবং উইকেটের দুই পাশে স্কোর করতে দিতে পারবেন না। আমার পরিকল্পনাগুলোর মধ্যে একটি হলো- আপনাকে লেন্থ অনুযায়ী বল করতে হবে। তবে আপনি যদি লেন্থ অনুযায়ী বল করতে না পারেন, তবে স্কোরিংও আটকাতে পারবেন না। তাদের ওপর চাপ তৈরি করতে আমরা আজ লেন্থ নিয়ন্ত্রন করতে পারিনি।’

সিরিজের প্রথম টেস্টে ৮ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ। তবে দলের অভিজ্ঞ খেলোয়ড় খুবই কম। অনভিজ্ঞ বোলিং লাইন আপের জন্য অবশ্য এটি একটি শেখার সুযোগ। যারা গত সপ্তাহে দারুণ এক পারফরমেন্স করেছে। যেখানে প্রথম টেস্টের ম্যাচ সেরা টাইগার পেসার ইবাদত হোসেন ১২তম, তাসকিন আহমেদ নবম ও শরিফুল ইসলাম মাত্র তৃতীয় টেস্ট খেলছেন।

গিবসন বলেন, ‘ছেলেরা এগিয়ে যাচ্ছে। বোলিং আক্রমণের অনভিজ্ঞতা দেখুন এবং দেখুন তারা ভালো করছে এবং শিখতে পারে। কিন্তু আজ আবার, তাদের শেখার পাঠ ছিল। আমরা আজ আন্তর্জাতিক খেলায় উত্থান ও পতন দেখেছি। গত সপ্তাহে, আমরা উঁচুতে ছিলাম। আমরা, সম্ভবত এখনও গত সপ্তাহের মানসিক এবং শারীরিক চাপের প্রভাব অনুভব করছি। আমরা আমাদের সেরাটা বের করতে পারিনি।’

এদিকে, ১৭ ম্যাচ অপরাজিত থেকে বাংলাদেশের কাছে হারের পর নিউজিল্যান্ডের ব্যাটারদের আবারও ঘুড়ে দাঁড়ানোর বিষয়টিকে প্রশংসা করেছেন গিবসন। তিনি বলেন, ‘নিউজিল্যান্ড গত সপ্তাহ থেকে চাপে আছে। নিউজিল্যান্ড দেখিয়েছে কেন বিশ্বের অন্যতম সেরা দল তারা। তারা ঘুড়ে দাঁড়িয়েছে। অনেক ভালোও করেছে। নিউজিল্যান্ড দেখিয়েছে, তারা কেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ট্রফি জিতেছে।’

উইকেটের দিকে ইঙ্গিত করে গিবসন বলেন, ‘উইকেট থেকে আমরা যতটা আশা করেছিলাম, ততটা হয়নি। কিন্তু আমরা যেভাবে বোলিং করতে পারতাম, তেমনটাও করতে পারিনি। আমরা যখন ফুল লেন্থে বল করেছি তখন খুব বেশি সীম মুভমেন্ট ছিল না।’

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

সফলতার জন্য ধৈর্য্য ধরতে হয় : ইবাদাত হোসেন

সফলতার জন্য ধৈর্য্য ধরতে হয় : ইবাদাত হোসেন

ওয়ান অফ দ্য বেস্ট নয়, সর্বোচ্চ জয় বলাই ভালো : মাশরাফি

ওয়ান অফ দ্য বেস্ট নয়, সর্বোচ্চ জয় বলাই ভালো : মাশরাফি

ক্রাইস্টচার্চ টেস্টে নেই পঞ্চপাণ্ডবের কেউ

ক্রাইস্টচার্চ টেস্টে নেই পঞ্চপাণ্ডবের কেউ

নিউজিল্যান্ডে টাইগার গর্জন, বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়

নিউজিল্যান্ডে টাইগার গর্জন, বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়