বাংলাদেশকে বিদায় করে সেমি-ফাইনালে ভারতের যুবারা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৪৭ এএম, ৩০ জানুয়ারি ২০২২
বাংলাদেশকে বিদায় করে সেমি-ফাইনালে ভারতের যুবারা

ছবি : আইসিসি

শিরোপা ধরে রাখার প্রত্যয় নিয়ে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আসর শুরু করেছিল বাংলাদেশ। তবে যে ভারতকে হারিয়ে গত আসরে চ্যাম্পিয়ন হয়েছিল, এবার তাদের কাছেই হেরে বিদায় নিতে হলো। কোয়ার্টার-ফাইনালে ভারতের বিপক্ষে ব্যাটিং ব্যর্থতায় ৫ উইকেটের হার নিয়ে বিশ্বকাপ মিশন শেষ করেছে টাইগার যুবারা।

শনিবার (২৯ জানুয়ারি) বাংলাদেশ সময় রাতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ব্যাটিং ব্যর্থতায় পড়ে বাংলাদেশের যুবারা। ভারতীয় বোলারদের বোলিং তোপে ৩৭ দশমকি ১ ওভারে গুটিয়ে যাওয়ার আগে মাত্র ১১১ রানের সংগ্রহ গড়ে বাংলাদেশ।

সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩০ দশমিক ৫ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। বাংলাদেশের যুবারদের ৫ উইকেটে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে পা রাখে টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত ভারত অনুর্ধ্ব-১৯ দল।

কয়েক দিন আগে যুব এশিয়া কাপের সেমি-ফাইনালেও ভারতের কাছে হেরে ছিল গত আসরের বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবারের বিশ্বকাপ আসরেও মুখোমুখি হওয়া দুই দলই ফেবারিট ছিল। যদিও ইংল্যান্ডের বিপক্ষে হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল রাকিবুল হাসানরা।

অ্যান্টিগার কুলিজ ক্রিকেট মাঠে প্রথমে ব্যাট করতে নামা বাংলাদেশের তিন ব্যাটার ছাড়া আর কেউ ডাবল ডিজিটের রান তুলতে পারেনি।তার মধ্যে সর্বোচ্চ ৩০ রান করেছেন ব্যাট হাতে আট নম্বরে নামা মেহরব হাসান। বাকি দুই ব্যাটার হলেন চার নম্বরে নামা আইচ মোল্লা (১৭) এবং ৯ নম্বরে নামা আশিকুর জামান (১৬)। অধিনায়ক রাকিবুল হাসানের ব্যাট থেকে আসে ১৮ বরে ৭ রান।

বাংলাদেশের ব্যাটিং শিবিরে ধস নামান ভারতের রবি কুমার। ৭ ওভার বল করে মাত্র ১৪ রান দিয়ে বাঁহাতি এ পেসার শিকার করেন ৩টি উইকেট। এছাড়া ৯ ওভার বল করে ২৫ রান দিয়ে দুটি উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার ভিকি ওসওয়াল।

১১২ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ভারতও ৫ উইকেট হারিয়েছে। তবে পুঁজি কম থাকায় ভারতকে আটকাতে পারেনি বাংলাদেশি বোলাররা। ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলেই উইকেট শিকার করে বাংলাদেশ। ফলে দলীয় সংগ্রহের খাতায় কোন রান যোগ করার আগেই উদ্বোধনী জুটি ভাঙে ভারতের।

শুরুতেই উউকেট হারালেও দ্বিতীয় জুটিতে ৬৯ রানের পার্টনারশিপ পেয়ে যায় ভারত। দলীয় ৭০ রানে দুই উইকেট তুলে নেওয়ার পর বাকি ১৭ রানে আরও তিনটি উইকেট শিকার করলেও স্বপ্ল পুঁজি নিয়ে আর লড়াইয়ে টিকতে পারিনি বাংলাদেশ। ষষ্ঠ উইকেট জুটি জয় তুলে নেয় ভারতীয় যুবারা। ম্যাচ সেরা হয়েছে বল হাতে বাংলাদেশ শিবিরে ধস নামানো রবি কুমার।

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ : ‘এ’ গ্রুপের নজরে বাংলাদেশ-ইংল্যান্ড

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ : ‘এ’ গ্রুপের নজরে বাংলাদেশ-ইংল্যান্ড

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ : ‘বি’ গ্রুপের নজরে ভারত-দক্ষিণ আফ্রিকা

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ : ‘বি’ গ্রুপের নজরে ভারত-দক্ষিণ আফ্রিকা

বড় জয়ে যুব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ

বড় জয়ে যুব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ

কেমন হলো যুবাদের বিশ্বকাপ জার্সি

কেমন হলো যুবাদের বিশ্বকাপ জার্সি