বিগব্যাশ থেকে তিন ক্রিকেটারকে দেশে ফেরালো পাকিস্তান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৫১ পিএম, ১৬ জানুয়ারি ২০২২
বিগব্যাশ থেকে তিন ক্রিকেটারকে দেশে ফেরালো পাকিস্তান

২৭ জানুয়ারি শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সপ্তম আসর। এই আসরকে ঘিরে দেশের বাহিরে ফ্রাঞ্চাইজিভিত্তিক লিগে থাকা খেলোয়াড়দের ফিরিয়ে আনছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তারই জের ধরে এবার অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ থেকে তিন খেলোয়াড়কে ফিরিয়ে নিলো পিসিবি। দেশে ফেরা তিন ক্রিকেটার হলেন হারিস রউফ, ফখর জামান এবং শাদাব খান।

হঠাৎ করে পিসিবির এমন সিদ্ধান্তে বেজায় নাখোশ হয়েছে বিগ ব্যাশের ফ্রাঞ্চাইজিগুলো। ফখর জামানের দল ব্রিসবেন হিটের ক্ষোভটা যেন একটু বেশিই। কারণ তারা ফখরকে মাত্র এক ম্যাচেই খেলাতে পেরেছে।

২০২১ সালের ৩১ ডিসেম্বর ইংলিশ খেলোয়াড় টম অ্যাবেলের পরিবর্তে ফখরকে দলে নিয়েছিল তারা। কিন্তু করোনা আর ভ্রমণজনিত সমস্যায় মাত্র এক ম্যাচেই মাঠে নামতে পেরেছিলেন পাকিস্তানের এই ব্যাটার।

রবিবার (১৬ জানুয়ারি) এক বিবৃতিতে ব্রিসবেন হিট জানায়, ‘দূর্ভাগ্যবশত পাকিস্তান ক্রিকেট বোর্ড বাকি খেলাগুলোর জন্য ফখরের অনুমতি দেয়নি। তাকে পাকিস্তান সুপার লিগের প্রস্তুতির জন্য অবিলম্বে ফিরে যেতে বলেছে। আমরা হতাশ যে সে আমাদের হয়ে বাকি তিনটি ম্যাচ খেলতে পারবে না।’

ফখর জামান চলে গেলেও অ্যাশেজ শেষে ব্রিসবেন হিটে যোগ দিয়েছেন পেসার মাইকেল নেছের এবং মিচেল সোয়েপসন। এছাড়া পার্থ স্কোর্চার্সের হয়ে খেলার জন্য ফিরছেন মিচেল মার্শ এবং জশ ইংলিশও।

ওইদিকে, শনিবার মেলবোর্ন স্টারসের দুই ম্যাচ বাকি থাকতেই পাকিস্তান ফিরে যাওয়ার কথা জানিয়েছেন আরেক পাকিস্তানি ক্রিকেটার হারিস রউফ। তিনি খেলেছেন মোটে পাঁচ ম্যাচ। সিডনি সিক্সার্সের হয়ে মাত্র চার ম্যাচ খেলে শাদাব খানও ফিরে গেছেন দেশে।

স্পোর্টসমেইল২৪/এএইচবি

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বিগব্যাশে সিডনি সিক্সার্সের হয়ে খেলবেন শাদাব

বিগব্যাশে সিডনি সিক্সার্সের হয়ে খেলবেন শাদাব

বিগব্যাশে মেলবোর্নের অধিনায়কত্ব ছাড়লেন অ্যারন ফিঞ্চ

বিগব্যাশে মেলবোর্নের অধিনায়কত্ব ছাড়লেন অ্যারন ফিঞ্চ

বিগব্যাশের দল সিডনি সিক্সার্সে কার্লোস ব্রাথওয়েট

বিগব্যাশের দল সিডনি সিক্সার্সে কার্লোস ব্রাথওয়েট

৩শ’ ম্যাচের মাইলফলকে রশিদ খানের ক্যারিয়ার সেরা বোলিং

৩শ’ ম্যাচের মাইলফলকে রশিদ খানের ক্যারিয়ার সেরা বোলিং