বিগব্যাশে সিডনি সিক্সার্সের হয়ে খেলবেন শাদাব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৪২ পিএম, ২৪ ডিসেম্বর ২০২১
বিগব্যাশে সিডনি সিক্সার্সের হয়ে খেলবেন শাদাব

বেশিরভাগ ফ্রাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টেই থাকে পাকিস্থানি ক্রিকেটাররা। এরই ধারাবাহিকতায় ফ্রাঞ্চাইজি ক্রিকেটে নাম লেখালেন পাকিস্তানি লেগ স্পিনার শাদাব খান। তাকে দলে ভিড়িয়েছে বিগব্যাশের দল সিডনি সিক্সার্স। ২০২১-২২ মৌসুমের জন্যে এই পাকিস্তানি অলরাউন্ডারকে দলে অন্তর্ভুক্ত করেছে তারা।

সিডনি সিক্সার্সে শাদাবের এই অন্তর্ভুক্তির কারণ তাদের শিবিরে হানা দিয়েছে ইনজুরি। শুরুটা হয়েছিল অফস্পিনার বেন মানেন্তিকে দিয়ে। ঘাঁড়ের চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন এই স্পিনার। আরেক স্পিনার স্টিভ ও’কাফে ভুগছেন কাফ মাসলের ইনজুরিতে ।

স্পিন বিভাগের এই দুর্দশার সাথে যোগ হয়েছে গুরুত্বপূর্ণ অলরাউন্ডার টম কারানের পিঠের ইনজুরি। সব মিলিয়ে সিক্সার্সের ইনজুরিতে বোলিং বিভাগের অবস্থা নাজেহাল । এমন অবস্থায় শাদাব খানের অন্তর্ভুক্তি তাদের জন্য একটু হলেও স্বস্তি বয়ে আনার মতো ব্যাপার।

সদ্য শেষ হওয়া টি টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে ছিলেন শাদাব। ৬ ম্যাচে ৯ উইকেট নিয়ে পাকিস্তানের সেমিফাইনালে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি।

পুরো ক্যারিয়ারে ১৭৫ টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৭ দশমিক ১৮ ইকোনোমিতে ১৯৭টি উইকেট শিকার করেছেন এই লেগস্পিনার। সেই সাথে শেষের দিকে কিংবা দলের বিপদে ব্যাট হাতে দাঁড়িয়ে যাওয়ার মতো নজিরও আছে তার।

দলে শাদাবের অন্তর্ভুক্তির ব্যাপারে সিক্সার্স কোচ গ্রেগ শিপার্ড বলেন, ‘আমরা শাদাবকে তিন বিভাগেই স্বাগত জানাই। পরবর্তী ম্যাচে তাকে মাঠে নামানোর জন্যে অপেক্ষা করছি।’

উল্লেখ্য, বিগ ব্যাশ খেলা পঞ্চম পাকিস্তানি ক্রিকেটার শাদাব খান। তার আগে এই টূর্নামেন্টে খেলেছিলেন হারিস রউফ, সৈয়দ ফদদৌন, আহমেদ দানিয়াল এবং মুহাম্মদ হাসনাইন।

স্পোর্টসমেইল২৪/এএইচবি

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

আড়াই কোটি ডলারে বিক্রি হলো পিএসএলের টিভি স্বত্ব

আড়াই কোটি ডলারে বিক্রি হলো পিএসএলের টিভি স্বত্ব

আবিদের হৃদয়ে বসলো আরও একটি রিং, অবস্থা স্থিতিশীল

আবিদের হৃদয়ে বসলো আরও একটি রিং, অবস্থা স্থিতিশীল

লাহোর কালান্দার্সের সাথে যুক্ত হলো ইয়র্কশায়ার

লাহোর কালান্দার্সের সাথে যুক্ত হলো ইয়র্কশায়ার

পিসিবি টাকা না দেওয়ায় ক্রিকেট দলকে বের করে দিলো হোটেল কর্তৃপক্ষ

পিসিবি টাকা না দেওয়ায় ক্রিকেট দলকে বের করে দিলো হোটেল কর্তৃপক্ষ