বিগব্যাশে মেলবোর্নের অধিনায়কত্ব ছাড়লেন অ্যারন ফিঞ্চ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:১৯ এএম, ১৯ নভেম্বর ২০২১
বিগব্যাশে মেলবোর্নের অধিনায়কত্ব ছাড়লেন অ্যারন ফিঞ্চ

সদ্যই অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন অ্যারন ফিঞ্চ। তবে অস্ট্রেলিয়ার ফ্রাঞ্চাইজি লিগ বিগব্যাশে অধিনায়কত্ব করতে নারাজ ফিঞ্চ। তাই তো মেলবোর্ণ রেনিগেডসের দায়িত্ব ছেড়ে দিয়েছেন তিনি।

মেলবোর্ন দায়িত্ব ছেড়ে দিচ্ছেন অ্যারন ফিঞ্চ। বিষয়টি নিশ্চিত করেছেন মেলবোর্ন রেনেগেডস কর্তৃপক্ষ। ফিঞ্চের স্থলাভিষিক্ত হচ্ছেন নিক ম্যাডিসন।

সর্বশেষ নয় মৌসুমে মেলবোর্ণের দায়িত্বে ছিলেন অ্যারন ফিঞ্চ। দীর্ঘদিন মেলবোর্ন রেনিগেডসকে নেতৃত্ব দিতে পেরে গর্বিত বলে জানান তিনি।

ফিঞ্চ বলেন, ‘নয় মৌসুম দলকে নেতৃত্ব দিতে পেরে গর্বিত। তবে পরবর্তী বিশ্বকাপের প্রস্তুতির জন্য অস্ট্রেলিয়া দলে তরুণ ক্রিকেটাদের সাথে আরও বেশি সময় কাটাতে হবে। তাই এখানে আর দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না।’

অ্যারন ফিঞ্চের দায়িত্ব ছেড়ে দেওয়ার দিনেই নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছে মেলবোর্ন কর্তৃপক্ষ। নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পাচ্ছেন নিক ম্যাডিসন। অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা থাকায় তাকেই অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে তারা।

নতুন দায়িত্ব পেয়ে ম্যাডিসন বলেন, ‘দায়িত্ব পেয়ে বেশ ভালো লাগছে। পাশে ফিঞ্চকে পাবো। এটা আমাকে নতুন নতুন জিনিস শিখতে সাহায্য করবে।’ 

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্ট্রল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

করোনা আক্রান্ত আমির, খেলবেন না টি-টেন লিগ

করোনা আক্রান্ত আমির, খেলবেন না টি-টেন লিগ

তামিমের সাথে সেরা করদাতার তালিকায় রিয়াদ-সৌম্য

তামিমের সাথে সেরা করদাতার তালিকায় রিয়াদ-সৌম্য

কোয়ারেন্টাইন ইস্যুতে যুব বিশ্বকাপ থেকে নিউজিল্যান্ডের নাম প্রত্যাহার

কোয়ারেন্টাইন ইস্যুতে যুব বিশ্বকাপ থেকে নিউজিল্যান্ডের নাম প্রত্যাহার

পদত্যাগ করলেন আয়ারল্যান্ডের ক্রিকেট কোচ গ্রাহাম ফোর্ড

পদত্যাগ করলেন আয়ারল্যান্ডের ক্রিকেট কোচ গ্রাহাম ফোর্ড