রেটিং হারিয়েছে বাংলাদেশ, সঙ্গে অবনমনও

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০৮ এএম, ১২ জানুয়ারি ২০২২
রেটিং হারিয়েছে বাংলাদেশ, সঙ্গে অবনমনও

নিউজিল্যান্ড সফরে প্রথমবারের মতো স্বাগতিকদের বিপক্ষে টেস্ট জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। এ জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে উঠেছিল বাংলাদেশ। ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্টে ইনিংস ব্যবধানে হেরে পয়েন্ট টেবিলে একধাপ পিছিয়ে টাইগাররা। শুধু তাই নয়, টেস্ট র‍্যাঙ্কিংয়েও হারিয়েছে রেটিং পয়েন্ট।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম চক্রে একটি ম্যাচও জিততে পারেনি বাংলাদেশ। স্বাভাবিকভাবেই পয়েন্ট টেবিলের তলানিতে থেকে যাত্রা শেষ করেছিল টাইগার। দ্বিতীয় চক্রেও একই ধারাবাহিকতায় ছিল বাংলাদেশ। তবে নিউজিল্যান্ডে এসে এ ধারায় ছেদ পড়ে।

মাউন্ট মঙ্গানুইতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথমবারে মতো ম্যাচজয়ের স্বাদ পায় বাংলাদেশ। শুধু তাই নয়, ম্যাচ জিতে নিজেদের নামের পাশে যুক্ত করে ১২ পয়েন্ট। এর সুবাদে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে উঠে আসে বাংলাদেশ।

কিন্ত দ্বিতীয় টেস্টে ক্রাইস্টচার্চে ইনিংস এবং ১১৭ রানের বিশাল ব্যবধানে ম্যাচ হেরে বসে বাংলাদেশ। এতে ৪ টেস্টে ৩ হার এবং  ১ জয়ে ১২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ অবস্থানে নেমে যায়। জয়ের হার ৩৩ দশমিক ৩৩ শতাংশ থেকে ২৫ শতাংশে নেমে আসে।

এদিকে মাউন্ট মঙ্গানুইতে প্রথম টেস্ট জিতে নিজেদের নামের পাশে ১০ রেটিং পয়েন্ট পায় বাংলাদেশ। তবে ক্রাইস্টচার্চে টেস্ট হেরে ৪ রেটিং পয়েন্ট হারায় তারা। অপরদিকে নিউজিল্যান্ড টেস্ট ম্যাচ জিতে পেয়েছে ৪ রেটিং পয়েন্ট। রেটিং পয়েন্ট কমলেও বাংলাদেশ কিংবা নিউজিল্যান্ড কোনো দলেরই র‍্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন আসেনি। বাংলাদেশের বর্তমান অবস্থান নয় নম্বরে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বিদেশে কেউ আর হিসেবের বাইরে রাখতে পারবে না: মমিনুল

বিদেশে কেউ আর হিসেবের বাইরে রাখতে পারবে না: মমিনুল

লিটনের ব্যাটিং উপভোগ করেছেন মমিনুল

লিটনের ব্যাটিং উপভোগ করেছেন মমিনুল

ধ্বংসস্তুপে দাঁড়িয়ে লিটনের দুর্দান্ত সেঞ্চুরি

ধ্বংসস্তুপে দাঁড়িয়ে লিটনের দুর্দান্ত সেঞ্চুরি

বোলারদের সঠিক লাইন-লেন্থে বল করতে হবে: গিবসন

বোলারদের সঠিক লাইন-লেন্থে বল করতে হবে: গিবসন