এখনও বাংলাদেশ ক্রিকেটকে অনুসরণ করি : স্টিভ রোডস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:১৮ পিএম, ১৮ জানুয়ারি ২০২২
এখনও বাংলাদেশ ক্রিকেটকে অনুসরণ করি : স্টিভ রোডস

বিশ্বকাপ ব্যর্থতার দায়ে ২০১৯ সালে বিদায় হয়েছিলেন বাংলাদেশের সাবেক কোচ স্টিভ রোডস। এর আড়াই বছর পর আবারও বাংলাদেশে এসেছে এ ইংলিশ কোচ। এবার জাতীয় দল নয়, নতুন ভূমিকায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল কুমিল্লা ভিক্টোরিয়ানসে সাথে যুক্ত হয়েছেন তিনি। এখানে এসেই জানালেন, এখনও বাংলাদেশ ক্রিকেটকে অনুসরণ করেন তিনি।

চান্ডিকা হাথুরেসিংহের বিদায়ের পর বাংলাদেশ দলের হেড কোচের দায়িত্ব নেন স্টিভ রোডস। তার অধীনে ভালো শুরু না হলেও দারুণ ছন্দে ছিল টাইগাররা। তবে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের মঞ্চে প্রত্যাশামাফিক পারফর্ম করতে না পারায় বিদায় নিতে হয়েছে তাকে।

তবে বিদায়ের পরও বাংলাদেশকে ভোলেননি স্টিভ রোডস। জানান, এখনও বাংলাদেশ ক্রিকেটকে অনুসরণ করেন তিনি।

রোডস বলেন, ‘হয়তো একটু পাগলাটে শোনাবে, তবে আমি খুব ভালোভাবে বাংলাদেশের ক্রিকেটকে অনুসরণ করেছি। আমি এখানকার সময়টা খুবই উপভোগ করেছিলাম, যেমনটা আগামী পাঁচ সপ্তাহ করব। যা কিছুই ঘটেছে, আপনারা যা প্রতিবেদন করেছেন, সবই আমি অনুসরণ করেছি।’

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট জয় কিংবা ঘরের মাঠে অজি-কিউই বধ সব ঘটনায় নিজের নখ দর্পণে রেখেছেন স্টিভ রোডস। 

বলেন, ‘অসাধারণ কিছু ফলাফল এসেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টটা দেখুন, দুর্দান্ত। ছেলেরা বুক চিতিয়ে দাঁড়িয়েছে। আবার টি-টোয়েন্টিতেও দেশের মাটিতে সিরিজে দারুণ ফলাফল করেছিল। দেখুন, আমি দায়িত্বে নেই, ফলে মন্তব্য করা উচিত হবে না। হয়তো উত্থান-পতন এসেছে, তবে ভালো ফলও এসেছে।’

কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে তার কাজ কি হবে সে বিষয়েও পরিষ্কার করেছেন এ ইংলিশ কোচ। তিনি বলেন, ‘আমি এ প্রশ্নটা শুনে খুবই খুশি। সালাউদ্দিন খুবই সফল কোচ, শুধু বিপিএলে না, যেভাবে সে ক্রিকেটার তুলে এনেছে। আশা করি, প্রধান কোচ হিসেবে তার সাফল্য অব্যাহত থাকবে। সেই হেড কোচ। আমি এখানে সহায়তা করতে এসেছি, শুধু খেলোয়াড় নয়, কোচদেরও।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশের পুরোনো কথা মনে করতে চান না রোডস

বাংলাদেশের পুরোনো কথা মনে করতে চান না রোডস

ইনজুরি শঙ্কায় মাশরাফি!

ইনজুরি শঙ্কায় মাশরাফি!

সিনিয়র ক্রিকেটার না থাকায় ‘কমিউনিকেশন গ্যাপ’ শঙ্কায় কুমিল্লা

সিনিয়র ক্রিকেটার না থাকায় ‘কমিউনিকেশন গ্যাপ’ শঙ্কায় কুমিল্লা

কুমিল্লার নতুন দায়িত্ব নিয়ে বাংলাদেশে স্টিভ রোডস

কুমিল্লার নতুন দায়িত্ব নিয়ে বাংলাদেশে স্টিভ রোডস