কুমিল্লার নতুন দায়িত্ব নিয়ে বাংলাদেশে স্টিভ রোডস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৪৯ পিএম, ১৭ জানুয়ারি ২০২২
কুমিল্লার নতুন দায়িত্ব নিয়ে বাংলাদেশে স্টিভ রোডস

ইংল্যান্ড ওয়ানডে বিশ্বকাপের পর নীরবেই বিদায় নিয়েছিলেন বাংলাদেশের কোচ স্টিভ রোডস। প্রায় আড়াই বছর পর বাংলাদেশে ফিরেছেন তিনি। তবে বাংলাদেশের দায়িত্ব নিতে নয়, বিপিএলের দল কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে কাজ করবেন তিনি। 

আগেরবার বাংলাদেশের হেড কোচের দায়িত্ব পালন করলেও এবার সেই দায়িত্ব নিয়ে আসেননি স্টিভ রোডস। এবার কুমিল্লা ভিক্টোরিয়ানসে কোন ভূমিকায় দায়িত্ব পালন করবেন তা এখনও নিশ্চিত করেনি।

কুমিল্লা ভিক্টোরিয়ানস কর্তৃপক্ষ গণমাধ্যমকে জানিয়েছে, ১৫ ডিসেম্বর ঢাকায় পা রেখেছিলেন স্টিভ রোডস। এরপর এক দিন বিরতি দিয়ে সোমবার (১৭ জানুয়ারি) মিরপুরে এসেছিলেন স্টিভ রোডস।

২০১৮ সালে বাংলাদেশ জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেন স্টিভ রোডস। এক বছর পর ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ ব্যর্থতার জেরে তাকে বরখাস্ত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ব্যর্থতার দায়ে ছাটাই করা হলেও বিশ্বকাপের আগ মুহূর্তে বাংলাদেশকে কাঙ্খিত বহুজাতিক শিরোপার স্বাদ দেন স্টিভ রোডস। আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রি-দেশীয় সিরিজের শিরোপা জিতেছিল বাংলাদেশ। 

কুমিল্লা ভিক্টোরিয়ানস স্কোয়াড
মোস্তাফিজুর রহমান, ফাফ ডু প্লেসি, মঈন আলী, সুনীল নারাইন, লিটন দাস, শহিদুল ইসলাম, ইমরুল কায়েস, তানভীর ইসলাম, আরিফুল হক, নাহিদুল ইসলাম, মাহমুদুল হাসান, সুমন খান, মুমিনুল হক, মাহিদুল ইসলাম, পারভেজ হোসেন, আবু হায়দার ও মেহেদী হাসান, কুশল মেন্ডিস, ওশান থমাস।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বিপিএলে মিনিস্টার গ্রুপ  ঢাকার অধিনায়ক মাহমুদউল্লাহ

বিপিএলে মিনিস্টার গ্রুপ ঢাকার অধিনায়ক মাহমুদউল্লাহ

বিপিএলে ডিআরএস এবং দর্শক নিয়ে দোটানায় বিসিবি

বিপিএলে ডিআরএস এবং দর্শক নিয়ে দোটানায় বিসিবি

বিপিএল ২০২২ : পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

বিপিএল ২০২২ : পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

বিপিএলের উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম-বরিশাল, প্লে-অফে রিজার্ভ ডে

বিপিএলের উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম-বরিশাল, প্লে-অফে রিজার্ভ ডে