বাংলাদেশে তরুণদের সাথে কাজ করতে মুখিয়ে জেমি সিডন্স

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:২০ পিএম, ২২ জানুয়ারি ২০২২
বাংলাদেশে তরুণদের সাথে কাজ করতে মুখিয়ে জেমি সিডন্স

প্রায় এক দশক পর বাংলাদেশের ক্রিকেটে ফিরছেন কোচ জেমি সিডন্স। আগের বার হেড কোচের দায়িত্ব নিয়ে এলেও এবার ব্যাটিং কোচের দায়িত্ব নিয়ে ঢাকায় আসছেন এ কোচ। নাগাদ ঢাকায় আসবেন বা কাজ শুরু করবেন সে বিষয় নিয়ে ধোঁয়াশা ছিল। অবশেষে জেমি সিডন্স নিজেই জানালেন কবে ঢাকায় আসছেন তিনি। এমনকি ঢাকায় এসে তরুণদের সাথে কাজ করতেও মুখিয়ে আছেন বলে জানিয়েছেন তিনি।

শনিবার (২২ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় জেমি সিডন্স জানিয়েছে, সব কিছু ঠিক ঠাক থাকলে চলতি বছরের ১ ফেব্রুয়ারি বাংলাদেশ দলের দায়িত্ব নিবেন তিনি। এমনকি জানিয়ে দিয়েছেন কতদিনের চুক্তিতে ঢাকায় আসছেন তিনি।

বিসিবির সাথে দুই বছরের জন্য চুক্তি করেছেন জেমি সিডন্স। এ সময়ে বাংলাদেশের তরুণ ব্যাটার এবং জাতীয় দলের সাথে কাজ করবেন তিনি। তরুণ প্রতিভাবান ক্রিকেটারদের সাথে কাজ করতে মুখিয়ে আছেন বলে জানিয়েছেন সিডন্স।

এর আগে ২০২১ সালের ডিসেম্বরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সভাপতি নাজমুল হাসান পাপন জেমি সিডন্সের নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কাদের সাথে কাজ করবেন তা জানাননি তিনি।

নিজের কাজ নিয়ে সিডন্স বলেন, ‘বাংলাদেশে তরুণ প্রতিভাবান ব্যাটারদের সঙ্গে কাজ করতে মুখিয়ে রয়েছি। যারা জাতীয় দলে খেলছে এবং জুনিয়র ডেভেলপমেন্ট প্রোগ্রামে আছে। জুনিয়র ক্রিকেটারদের নিজেদের খেলার মান বাড়াতে সাহায্য করতে ভালোবাসি আমি।’

বাংলাদেশে আসার জন্য ভিসাও পেয়ে গেছেন বলে জানান তিনি। বলেন, ‘বাংলাদেশের ভিসা পেয়ে গেছি আমি। আমার পরবর্তী কোচিং অধ্যায় হবে সেখানে। আশা করছি দুই বছর কাজ করবো। অক্টোবরে আবার টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ফিরবো অস্ট্রেলিয়ায়।’

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পারফর্মেন্স নিয়েও কথা বলেন জেমি সিডন্স। তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ে বেশ কিছু ভালো জয় পেয়েছে বাংলাদেশ। বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেটে। এছাড়া সবচেয়ে উল্লেখযোগ্য হলো টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে পাওয়া জয়টি। প্রথম ম্যাচে তারা সবকিছুই ভালো করেছে। ব্যাটিং দুর্দান্ত ছিল, বোলিংয়েও ভালো করেছে। কিন্তু দ্বিতীয় ম্যাচে আবার সব উলটে গেলো। আমি জানি না কেনো এমন হয়েছে। তবে এ বিষয়টাই হয়, কিছুটা অধারাবাহিক। আশা করি সেখানে গিয়ে এ বিষয়ে সাহায্য করতে পারবো’

এর আগে ২০০৭ সালের অক্টোবরে বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ হিসেবে বাংলাদেশে আসেন জেমি সিডন্স। সে মেয়াদে ২০১১ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত টাইগারদের দায়িত্বে ছিলেন জেমি সিডন্স। তার অধীনেই বাংলাদেশ দলের বর্তমান তারকা সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ এবং তামিম ইকবালের উত্থানের যাত্রা শুরু।

এমন এক সময়ে জেমি সিডন্স বাংলাদেশের দায়িত্ব নিয়ে ফিরে আসছেন, তখন তার তৈরি করা ক্রিকেটারদের ক্যারিয়ার প্রায় শেষের দিকে। বাংলাদেশের ফেরার বিষয়ে সিডন্সের ভাষ্য, ‘যেমনটা বললাম, আজকে আমি ভিসা পেয়ে গেছি। এই মাসের শেষদিকের টিকিট করবো। আশা করছি ফেব্রুয়ারির ১ তারিখ থেকেই কাজ শুরু করতে পারবো। বাংলাদেশে আগেও কাজ করেছি। তখন দারুণ সময় কেটেছে। এবারও ভালো হবে আশা করছি।’

বাংলাদেশে সব প্রতিভাবান ক্রিকেটারদের সাথে কাজ করতে পেরে বেশ উচ্ছ্বসিত সিডন্স। বলেন, ‘আমি জাতীয় দলের ব্যাটারদের সঙ্গে কাজ করবো, পাশাপাশি তরুণ ব্যাটারদের নিয়েও কাজ করবো। আমি শতভাগ নিশ্চিত নই আমার সিংহভাগ সময় কাদের সঙ্গে কাটবে। তবে এটি নিশ্চিত প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে কাজ করবো’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশে তরুণদের সাথে কাজ করতে মুখিয়ে জেমি সিডন্স

বাংলাদেশে তরুণদের সাথে কাজ করতে মুখিয়ে জেমি সিডন্স

আইসিসি বর্ষসেরা টেস্ট দলে নেই বাংলাদেশি কেউ, অধিনায়ক উইলিয়ামসন

আইসিসি বর্ষসেরা টেস্ট দলে নেই বাংলাদেশি কেউ, অধিনায়ক উইলিয়ামসন

দুই বছর বিরতি দিয়ে মাঠে গড়াচ্ছে বিপিএল

দুই বছর বিরতি দিয়ে মাঠে গড়াচ্ছে বিপিএল

আইসিসি থেকে স্বীকৃতি পেলে তো ভালোই লাগে : সাকিব

আইসিসি থেকে স্বীকৃতি পেলে তো ভালোই লাগে : সাকিব