অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি স্কোয়াডে হ্যাজলেউড, নেই ওয়ার্নার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৪১ এএম, ২৫ জানুয়ারি ২০২২
অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি স্কোয়াডে হ্যাজলেউড, নেই ওয়ার্নার

অ্যাশেজের বিরতি শেষে আবারও মাঠে নামতে প্রস্তুত হচ্ছে অস্ট্রেলিয়া। ঘরের মাঠে এবারের প্রতিপক্ষে শ্রীলঙ্কা। লঙ্কানদের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। স্কোয়াডে নেই ওপেনার ওয়ার্নার। তবে ফিরেছেন পেসার জশ হ্যাজলেউড।

অ্যাশেজের প্রথম টেস্টে সাইড স্ট্রেইনের ইনজুরিতে পড়েছিলেন জশ হ্যাজলেউড। এরপর থেকেই ফিরি ফিরি করে ক্রিকেট মাঠে ফিরতে পারছিলেন না তিনি। অবশেষে ইনজুরি থেকে সেরে উঠায় শ্রীলঙ্কা সিরিজে ডাক পেয়েছেন তিনি।

হ্যাজলেউড ছাড়াও দলে ফিরেছেন বেন ম্যাকডরম্যাট এবং ময়েস হেনরিক্স। বিগব্যাশে দারুণ পারফর্ম করে দলে ফিরেছেন ম্যাকডরম্যাট। এদিকে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ সফরে ভালো করার পরও বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাননি হেনরিক্স। এবার তাকে আবারও জাতীয় দলে ফেরালো অস্ট্রেলিয়া।

এদিকে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো শিরোপা স্বাদ পেয়েছে অস্ট্রেলিয়া। এ শিরোপা জয়ে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন মিচেল মার্শ এবং ডেভিড ওয়ার্নার। পাকিস্তান সিরিজের প্রস্তুতির জন্য এ দুইজনকে শ্রীলঙ্কা সিরিজের দলে রাখা হয়নি।

শ্রীলঙ্কা সিরিজের জন্য কোচিং প্যানেলেও পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। হেড কোচ জ্যাস্টিন ল্যাঙ্গারের নেতৃত্বাধীন প্যানেল পাকিস্তান সিরিজ নিয়ে কাজ করবে। এ কারণে শ্রীলঙ্কা সিরিজে অজিদের কোচের দায়িত্ব পালন করবেন অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড।

চলতি বছরের ১১ ফেব্রুয়ারি থেকে শুরু পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সিডনি, ক্যানবেরা এবং মেলবোর্নে।

অস্ট্রেলিয়া স্কোয়াড
অ্যারন ফিঞ্চ, অ্যাশটন অ্যাগার, প্যাট কামিন্স, জশ হ্যাজলেউড, ট্রাভিস হেড , ময়েস হেনরিক্স, জশ ইংলিশ, বেন ম্যাকডরম্যাট, গ্লেন ম্যাক্সওয়েল, ঝাই রিচার্ডসন, কেন রিচার্ডসন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড, অ্যাডাম জাম্পা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

শ্রীলঙ্কা সিরিজে ফিরবেন অজি পেসার হ্যাজলেউড

শ্রীলঙ্কা সিরিজে ফিরবেন অজি পেসার হ্যাজলেউড

বিগব্যাশে খেলার অনুমতি পাননি স্টিভেন স্মিথ

বিগব্যাশে খেলার অনুমতি পাননি স্টিভেন স্মিথ

টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে অস্ট্রেলিয়া, দুই ধাপ পেছালো ভারত

টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে অস্ট্রেলিয়া, দুই ধাপ পেছালো ভারত