জ্যোতির নেতৃত্বে নারী বিশ্বকাপের স্কোয়াড, ফিরলেন জাহানারা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৩২ পিএম, ২৮ জানুয়ারি ২০২২
জ্যোতির নেতৃত্বে নারী বিশ্বকাপের স্কোয়াড, ফিরলেন জাহানারা

নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য নারী ওয়ানডে বিশ্বকাপ-২০২২ এর জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত স্কোয়াডে অধিনায়ক হিসেবে রয়েছেন নিগার সুলতানা জ্যোতি। এছাড়া মূল স্কোয়াডে ফিরেছেন জাহানারা আলম।

শুক্রবার (২৮ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ স্কোয়াড ঘোষণা করা হয়। ঘোষিত স্কোয়াডের সদস্যরা শনিবার (২৯ জানুয়ারি) থেকে অনুশীলন ক্যাম্প শুরু করবে।

মালয়েশিয়ায় আইসিসি কমনওয়েলথ গেমস বাছাইপর্ব-২০২২ এর জন্য ১৫ সদস্যের বাংলাদেশ নারী দলের স্কোয়াড ঘোষণা করেছিল বিসিবি। টি-টোয়েন্টি ফরম্যাটের ওই স্কোয়াড থেকে ওয়ানডে ফরম্যাটের বিশ্বকাপ স্কোয়াডে কোন পরিবর্তন আনা হয়নি। শুধুমাত্র স্ট্যান্ড বাইয়ে থাকা জাহানারা আলমকে মূল স্কোয়াডে ফেরানো হয়েছে।

চলতি বছরের ৪ মার্চ থেকে নিউজিল্যান্ডে বসবে আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ। টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ নারী দল এর আগে বিশ্ব আসরে খেললেও এবারই প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে খেলছে। বিশ্বকাপে বাংলাদেশে প্রথম ম্যাচ ৫ মার্চ, দক্ষিণ আফ্রিকা বিপক্ষে।

নারী বিশ্বকাপে বাংলাদেশে স্কোয়াড
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), রুমানা আহমেদ, সালমা খাতুন, জাহানারা আলম, ফারজানা হক পিংকি, শামীমা সুলতানা, ফাহিমা খাতুন, রিতু মনি, মুর্শিদা খাতুন, নাহিদা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, লতা মন্ডল, সোবহানা মোস্তারি, ফারিহা ইসলাম তৃষ্ণা, শানজিদা আক্তার মেঘলা এবং সুরাইয়া আজমীম।

নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের সূচি
৫ মার্চ ২০২২ : বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা (ডানেডিন)
৭ মার্চ ২০২২ : বাংলাদেশ-নিউজিল্যান্ড (ডানেডিন)

১৪ মার্চ ২০২২ : বাংলাদেশ-পাকিস্তান (হ্যামিল্টন)
১৮ মার্চ ২০২২ : বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ (বে ওভাল)

২২ মার্চ ২০২২ : বাংলাদেশ-ভারত (হ্যামিল্টন)
২৫ মার্চ ২০২২ : বাংলাদেশ-অস্ট্রেলিয়ান ( ওয়েলিংটন)

২৭ মার্চ ২০২২ : বাংলাদেশ-ইংল্যান্ড (ওয়েলিংটন)।

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ সূচি

নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ সূচি

প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ

প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ

যুক্তরাষ্ট্র মেয়েদের ২৭০ রানে হারালো বাংলাদেশের মেয়েরা

যুক্তরাষ্ট্র মেয়েদের ২৭০ রানে হারালো বাংলাদেশের মেয়েরা

বিশ্বকাপ বাছাইপর্বে সেঞ্চুরি হাঁকালেন সুপ্তা

বিশ্বকাপ বাছাইপর্বে সেঞ্চুরি হাঁকালেন সুপ্তা