ইসিবির এমডির দায়িত্ব ছাড়লেন অ্যাশলে জাইলস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২৩ এএম, ০৩ ফেব্রুয়ারি ২০২২
ইসিবির এমডির দায়িত্ব ছাড়লেন অ্যাশলে জাইলস

ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) ম্যানেজিং ডিরেক্টরের (এমডি) দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন অ্যাশলে জাইলস। অ্যাশেজে ভরাডুবির কারণ্ বের করতে তদন্ত কমিটিকে নির্দেশ দিয়েছিল ইসিবি। তদন্তের রিপোর্ট নিয়ে ইসিবির সাথে আলোচনার পর নিজের পদ থেকে স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছেন জাইলস।

অ্যাশেজে ইংল্যান্ডের হতাশাজনক পারফরম্যান্সের পর বেশ নড়েচড়ে বসেছে ইংল্যান্ড ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। তারা সব ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে। শুরু হয়েছে কাঠামোগত পরিবর্তন। প্রধান কোচ ক্রিস সিলভারউডের ভাগ্য ঝুলে আছে দোলাচলে। যদিও তার ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

জাইলসের পদত্যাগের সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন ইসিবি’র প্রধান নির্বাহী টম হ্যারিসন। জাইলসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বুধবার (২ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘গত তিন বছরে ইংল্যান্ডের পুরুষ ক্রিকেটে অ্যাশলির অঙ্গীকার এবং অবদানের জন্য আমি তার কাছে অত্যন্ত কৃতজ্ঞ।’

অ্যাশলে জাইলস ২০১৮ সালে সাবেক ইংল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউসের জায়গায় স্থলাভিষিক্ত হয়েছিলেন। গত দুই বছর করোনার মহামারির মধ্যেও তিনি চ্যালেঞ্জিং সব কাজ করে গেছেন। পুরোটা সময় জৈব-সুরক্ষা বলয়ে ছিলেন তিনি। জৈব সুরক্ষা বলয়ের মানসিক অবসাদ কাটাতেই তার পদত্যাগের সিদ্ধান্ত।

জাইলস বলেন, ‘ গত কয়েক বছর আমার জন্য অবিশ্বাস্যভাবে চ্যালেঞ্জিং ছিল। সবচেয়ে কঠিন পরিস্থিতিতে আমরা যা দিতে পেরেছি তার জন্য আমি গর্বিত। এটি নিঃসন্দেহে ইংল্যান্ড এবং ওয়েলসের খেলার ভবিষ্যতকে নিরাপদে রেখেছে।’

তিনি আরও বলেন, ‘এই চ্যালেঞ্জগুলোর পরও গত তিন বছরে আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছি, বিশ্বের সেরা টি-টোয়েন্টি দল হয়েছি। ২৪ বছরে এই প্রথম আমাদের যুবারা প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছে। আমি আমাদের সকল খেলোয়াড় এবং কর্মীদের ভবিষ্যতের জন্য মহান সাফল্য কামনা করি।’

পদত্যাগের পর সময়টা এখন পরিবারের সাথে কাটাতে চান সাবেক এই ইংলিশ ক্রিকেটার। তিনি বলেন, ‘আমি এখন পরবর্তী দায়িত্ব নেয়ার আগে আমার পরিবারের সাথে কিছু সময় কাটানোর জন্য মুখিয়ে আছি।’

স্পোর্টসমেইল২৪/এএইচবি

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

আফগানিস্তানকে হারিয়ে যুব বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ড

আফগানিস্তানকে হারিয়ে যুব বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ড

চ্যাপেলের দৃষ্টিতে রুট খারাপ, ব্যতিক্রমী অধিনায়ক কোহলি

চ্যাপেলের দৃষ্টিতে রুট খারাপ, ব্যতিক্রমী অধিনায়ক কোহলি

ইংল্যান্ডের কোচ হওয়ার প্রস্তাবে জাস্টিন ল্যাঙ্গারের ‘না’

ইংল্যান্ডের কোচ হওয়ার প্রস্তাবে জাস্টিন ল্যাঙ্গারের ‘না’

হোল্ডারের ডাবল হ্যাটট্রিকে টি-টোয়েন্টি সিরিজ ক্যারিবীয়দের

হোল্ডারের ডাবল হ্যাটট্রিকে টি-টোয়েন্টি সিরিজ ক্যারিবীয়দের