পদত্যাগ করলেন অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৪৩ এএম, ০৫ ফেব্রুয়ারি ২০২২
পদত্যাগ করলেন অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার

এতোদিন চারদিকে কেবল গুঞ্জনই শোনা যাচ্ছিলো। এবার সেটা মিলে গেল হলো। অস্ট্রেলিয়া জাতীয় দলের প্রধান কোচের পদ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন জাস্টিন ল্যাঙ্গার। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে এক বৈঠকের পর এই সিদ্ধান্ত নিয়েছেন সাবেক এই অজি খেলোয়াড়।

ল্যাঙ্গারের পদত্যাগের খবরটি জানিয়েছে তার ম্যানেজম্যান্ট কোম্পানি ডিএসইজি। শনিবার (৫ ফেব্রুয়ারি) সকালে এক আনুষ্ঠানিক বিবৃতিতে তারা জানায়, ‘আজ সকালে অস্ট্রেলিয়ার পুরুষ ক্রিকেট দলের দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন ল্যাঙ্গার। গত সন্ধ্যায় বোর্ডের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

ল্যাঙ্গারের ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারেও এ খবরটি নিশ্চিত করেছেন ল্যাঙ্গারের ম্যানেজার জেমস হ্যান্ডারসন।

হ্যান্ডারসন লিখেছেন,‘খেলোয়াড় হিসেবে ৫-০ ব্যবধানে অ্যাশেজ সিরিজ জিতে অবসর নিয়েছিলেন ল্যাঙ্গার। আজ তিনি অস্ট্রেলিয়া ক্রিকেট দলের কোচ হিসেবেও দায়িত্ব শেষ করছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ ও অ্যাশেজ জেতার মাধ্যমে। আমরা মনে করে দেখি না, ২০১৮ সালে দলের কি অবস্থায় ল্যাঙ্গার দায়িত্ব নিয়েছিল।’

ল্যাঙ্গারের সঙ্গে চলতি বছরের জুন পর্যন্ত চুক্তি ছিল অস্ট্রেলিয়ার। শুক্রবার ৫১ বছর বয়সী ল্যাঙ্গারের সঙ্গে চুক্তি বাড়ানো নিয়ে দীর্ঘ ৮ ঘণ্টা আলোচনা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সেখানে তাকে ঘরের মাঠে টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত চুক্তি নবায়ন করার প্রস্তাব দেয়া হয়। তিনি চেয়েছিলেন দীর্ঘমেয়াদী চুক্তি।

ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে সম্পর্ক শেষ হয়ে গেলেও তার ভবিষ্যতের জন্য কামনা জানিয়েছেন বোর্ডের প্রধান নির্বাহী নিক হকলি। তিবি বলেন, ‘জাস্টিন একজন অসামান্য কোচ। তিনি দলের উপর আস্থা ফিরিয়ে এনেছেন। গত চার বছরে অস্ট্রেলিয়ান ক্রিকেটকে সে যা দিয়েছে, তার জন্য আমরা চির কৃতজ্ঞ।’

২০১৮ সালে সাবেক কোচ ড্যারেন লেহম্যানের স্থলাভিষিক্ত হন ল্যাঙ্গার।। এরপর অনেক চড়াই উতরাইয়ের স্বাক্ষী হলেও সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে দলকে চ্যাম্পিয়ন করা ও অ্যাশেজ জেতানো তার সেরা সাফল্য ছিল। ল্যাঙ্গারের অনুপস্থিতিতে পাকিস্তান সফরে দলের দায়িত্ব পালন করবেন সহকারী কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড।

স্পোর্টসমেইল২৪/এএইচবি

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে পাকিস্তান যাচ্ছে অস্ট্রেলিয়া, সূচি প্রকাশ

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে পাকিস্তান যাচ্ছে অস্ট্রেলিয়া, সূচি প্রকাশ

হাসনাইনের বোলিং অ্যাকশন অবৈধ ঘোষণা

হাসনাইনের বোলিং অ্যাকশন অবৈধ ঘোষণা

আইপিএলে ২২ সপ্তাহের বায়ো-বাবল, খেলবেন না স্টার্ক

আইপিএলে ২২ সপ্তাহের বায়ো-বাবল, খেলবেন না স্টার্ক

ইংল্যান্ডের কোচ হওয়ার প্রস্তাবে জাস্টিন ল্যাঙ্গারের ‘না’

ইংল্যান্ডের কোচ হওয়ার প্রস্তাবে জাস্টিন ল্যাঙ্গারের ‘না’