অ্যাশওয়েল প্রিন্সকে এইচপি’র ব্যাটিং কোচের প্রস্তাব দেওয়া হয়েছিল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৪১ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২২
অ্যাশওয়েল প্রিন্সকে এইচপি’র ব্যাটিং কোচের প্রস্তাব দেওয়া হয়েছিল

প্রাথমিক মেয়াদে অস্ট্রেলিয়া বিশ্বকাপ পর্যন্ত অ্যাশওয়েল প্রিন্সকে বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হলেও সাত মাসের মাথায় পদত্যাগ করেছেন। পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগ করলেও জানা গেছে ভিন্ন তথ্য। জাতীয় দল থেকে বাংলাদেশ হাইপারফরম্যান্স (এইচপি) দলের ব্যাটিং কোচের প্রস্তাব দিয়েছিল বোর্ড। বিষয়টি মেনে নিতে পারেননি দক্ষিণ আফ্রিকার এ কোচ।

অ্যাশওয়েল প্রিন্সের পদত্যাগের বিষয়টি বুধবার (৯ ফেব্রুয়ারি) দক্ষিণ আফ্রিকার সংবাদ মাধ্যমে জানোনো হয়। পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

বিসিবি জানায়, বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং পরামর্শক অ্যাশওয়েল প্রিন্স পদত্যাগ করেছেন। দক্ষিণ আফ্রিকার সাবেক এ ব্যাটারকে ২০২১ সালের আগস্টে জিম্বাবুয়ে সফরে জাতীয় দলের ব্যাটিং পরামর্শক হিসেবে নিযুক্ত করা হয়েছিল। পরে অস্ট্রেলিয়া বিশ্বকাপ পর্যন্ত তার সাথে চুক্তি করা হয়, যা এখনো ৯ মাস বাকি ছিল।

বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, “বোর্ড (বিসিবি) অ্যাশওয়েল প্রিন্সের সিদ্ধান্তকে সম্মান করে এবং তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। আমরা (বিসিবি) তার সেবা ও পেশাদারিত্ব এবং জাতীয় দলের ব্যাটারদের সাথে নিবেদিতভাবে কাজের জন্য তাকে ধন্যবাদ জানাই। একই সাথে তার ভবিষ্যৎ প্রচেষ্টার জন্য শুভকামনা রইলো।”

বিসিবির বিজ্ঞপ্তিতে অ্যাশওয়েল প্রিন্সের পদত্যাগের কারণ উল্লেখ করা হয়নি। তবে বোর্ড সূত্রে জানা গেছে, সদ্য নিয়োগ পাওয়া জেমি সিডন্সকে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব দিতে প্রিন্সকে এইচপি দলের ব্যাটিং কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। যা তিনি মেনে নিতে পারেননি।

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজে অনিশ্চিত সাকিব

দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজে অনিশ্চিত সাকিব

তারুণ্যের হাত ধরে বিশে বিশ্বজয়ের গল্প

তারুণ্যের হাত ধরে বিশে বিশ্বজয়ের গল্প

বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর সূচি চূড়ান্ত

বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর সূচি চূড়ান্ত

বাংলাদেশ নারী ক্রিকেট : গল্পটা লাল-সবুজের জয়িতাদের

বাংলাদেশ নারী ক্রিকেট : গল্পটা লাল-সবুজের জয়িতাদের