আফগানিস্তান দলে করোনার হানা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:১৬ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২২
আফগানিস্তান দলে করোনার হানা

সফর শুরুর বেশ আগেই বাংলাদেশে পা রেখেছে আফগানিস্তান দল। বাংলাদেশে কন্ডিশনিং ক্যাম্প করতে আসা আফগানিস্তান দলে হানা দিয়েছে করোনা। আফগানিস্তান দলের আট ক্রিকেটারের শরীরে পাওয়া গেছে করোনার অস্তিত্ব। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সূত্র।

বাংলাদেশ সফরে আগে কন্ডিশনিং ক্যাম্প করতে ২২ সদস্যের স্কোয়াড নিয়ে এসেছে আফগানিস্তান দল। কন্ডিশনিং ক্যাম্প করতে সিলেটে অবস্থান করছে আফগানরা। সেখানে করানো করোনা টেস্টে পজিটিভ এসেছে আট আফগান ক্রিকেটার। 

আট আফগান ক্রিকেটারের পাশাপাশি করোনা আক্রান্ত হয়েছে আরও চারজন। তিনজন কোচিং স্টাফের সদস্য। বাকি আরেকজন এক সাপোর্ট স্টাফের স্ত্রী। আফগানিস্তান দলে করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র।

কন্ডিশনিং ক্যাম্প করতে শনিবার (১২ ফেব্রুয়ারি) ঢাকায় আসে আফগানিস্তান দল। রোববার (১৩ ফেব্রুয়ারি) সকালে সিলেটে চলে যায় আফগানরা। সেখানেই তাদের করোনা পরীক্ষা করানো হয়।

করোন আক্রান্ত হওয়া সবাইকে আইসোলেশনে রাখা হয়েছে। বাকিরা সিলেটে অনুশীলন করছেন।

বাংলাদেশ সফরে তিনটি ওয়ানডে এবং দুই টি-টোয়েন্টি খেলবে আফগানিস্তান। ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ আয়োজিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে। আর টি-টোয়েন্টি সিরিজের ভেন্যু মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।

সিলেটে অনুষ্ঠিত এই কন্ডিশনিং ক্যাম্পে নেই দুই আফগান তারকা রশিদ খান এবং মোহাম্মদ নবী। সিরিজ শুরুর আগে দলের সাথে যোগ দিবেন তারা। এছাড়াও স্পিনার মুজিব উর রহমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) কারণে এখনও দলের সাথে যোগ দেননি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

যন্ত্রপাতি পড়ে আছে মিরপুরে, লোক সঙ্কটে চালু হয়নি ডিআরএস

যন্ত্রপাতি পড়ে আছে মিরপুরে, লোক সঙ্কটে চালু হয়নি ডিআরএস

পিএসএলের কারণে জাতীয় দলের ক্যাম্পে নেই রশিদ খান

পিএসএলের কারণে জাতীয় দলের ক্যাম্পে নেই রশিদ খান

বাংলাদেশের কন্ডিশনে খুশি মুজিব

বাংলাদেশের কন্ডিশনে খুশি মুজিব

আফগানিস্তান সিরিজের ভেন্যু ঢাকা-চট্টগ্রাম

আফগানিস্তান সিরিজের ভেন্যু ঢাকা-চট্টগ্রাম