বাংলাদেশের নতুন ফিল্ডিং কোচ রাজিন সালেহ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৫১ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২২
বাংলাদেশের নতুন ফিল্ডিং কোচ রাজিন সালেহ

বাংলাদেশ জাতীয় দলের অন্তবর্তীকালীন ফিল্ডিং কোচের দায়িত্ব পাচ্ছেন সাবেক অধিনায়ক রাজিন সালেহ। বাংলাদেশ দলের আফগানিস্তান সিরিজে এ দায়িত্ব পালন করবেন তিনি।

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর পরই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাথে ফিল্ডিং কোচ রায়ান কুকের চুক্তির মেয়াদ শেষ হয়। এরপর এ দায়িত্ব পান বাংলাদেশি কোচ মিজানুর রহমান। টাইগারদের পাকিস্তান এবং নিউজিল্যান্ড সিরিজে এ দায়িত্ব পালন করেন তিনি।

এবার সে পদে পরিবর্তন এনেছে বিসিবি। অন্তবর্তীকালীন সময়ের জন্য নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন রাজিন সালেহ। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস।

তিনি বলেন, ‘১৫ মার্চ থেকে ঘরোয়া ক্রিকেট শুরু হবে তাই আফগানিস্তান সিরিজের জন্য তাকে (রাজিন সালেহ) নিয়োগ দেওয়া হয়েছে। দলের সাথে সে দক্ষিণ আফ্রিকায় যাবে না।’

জাতীয় দলের সাথে প্রথমবার হলেও ঘরোয়া ক্রিকেটে কোচ হিসেবে কাজ করছেন রাজিন সালেহ। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল খুলনা টাইগার্সের সহকারী কোচ হিসেবেও কাজ করেছেন তিনি।

দক্ষিণ আফ্রিকা সিরিজের আগেই জাতীয় দলের জন্য নতুন ফিল্ডিং কোচ নিয়োগ করতে চাচ্ছে বিসিবি। এ তালিকার সবার উপরে আছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার শেন ম্যাকডরম্যাট।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

যন্ত্রপাতি পড়ে আছে মিরপুরে, লোক সঙ্কটে চালু হয়নি ডিআরএস

যন্ত্রপাতি পড়ে আছে মিরপুরে, লোক সঙ্কটে চালু হয়নি ডিআরএস

টেস্টে ভালো হওয়ায় ওয়ানডে দলে ইবাদত-জয়-শান্ত

টেস্টে ভালো হওয়ায় ওয়ানডে দলে ইবাদত-জয়-শান্ত

আফগানিস্তানের বিপক্ষে টাইগারদের ওয়ানডে দল ঘোষণা, নতুন মুখ ইবাদত ও জয়

আফগানিস্তানের বিপক্ষে টাইগারদের ওয়ানডে দল ঘোষণা, নতুন মুখ ইবাদত ও জয়

ডিপিএলের শুরুর তারিখ চূড়ান্ত, থাকবে বিদেশি ক্রিকেটারও

ডিপিএলের শুরুর তারিখ চূড়ান্ত, থাকবে বিদেশি ক্রিকেটারও