বাংলাদেশ যুব দলের কোচ নাভিদ নেওয়াজকে চায় শ্রীলঙ্কা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:২৭ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২২
বাংলাদেশ যুব দলের কোচ নাভিদ নেওয়াজকে চায় শ্রীলঙ্কা

শ্রীলঙ্কা জাতীয় দলের কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন মিকি আর্থার। এরপর থেকেই নতুন কোচের খোঁজে আছে শ্রীলঙ্কা। নতুন কোচ নিয়োগে পছন্দের তালিকায় বাংলাদেশকে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জেতানো কোচ নাভিদ নেওয়াজকে রেখেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

মিকি আর্থারের দায়িত্ব ছাড়ার পর থেকেই অন্তবর্তীকালীন কোচ দিয়ে জাতীয় দলের দায়িত্ব সামলাচ্ছে এসএলসি। নতুন কোচ নিয়োগ করতে বেশ উঠে পড়ে লেগেছে তারা। নতুন কোচ হিসেবে নাভিদ নেওয়াজ এবং জ্যাস্টিন ল্যাঙ্গারকে পছন্দের তালিকায় রেখেছে শ্রীলঙ্কা। এমনটাই জানিয়েছেন লঙ্কার সাবেক ক্রিকেটার অরবিন্দু ডি সিলভা।

বাংলাদেশ যুব দলের প্রধান কোচের দায়িত্বে আছেন নাভিদ নেওয়াজ। যদিও সর্বশেষ যুব বিশ্বকাপে তার অধীনে আশার আলো খুঁজে পায়নি বাংলাদেশ। তবে ২০২০ যুব বিশ্বকাপে তার অধীনেই চ্যাম্পিয়ন হয়েছিল টাইগাররা।

নাভিদের বিষয়ে অরবিন্দু ডি সিলভা বলেন, ‘অনেক সময় ধরে আমরা বেশ কয়েকজনের সাক্ষাৎকার নিয়েছি। তাদের মধ্যে নাভিদ নেওয়াজ দারুণ একজন। সে বর্তমানে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের কোচ এবং এর আগে সে এখানে (শ্রীলঙ্কা) অনুর্ধ্ব-১৯ দলের দায়িত্বে ছিল।’

এদিকে নাভিদ নেওয়াজের পাশাপাশি পছন্দের তালিকায় সদ্য সাবেক অজি হেড কোচ জ্যাস্টিন ল্যাঙ্গারকেও রেখেছে এসএলসি। মূলত দীর্ঘ মেয়াদে চুক্তি করতে রাজি না হওয়ায় ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে চুক্তি বাতিল করেন তিনি।

তার বিষয়ে অরবিন্দু ডি সিলভার ভাষ্য, ‘আমরা একজন জাতীয় কোচ খুঁজছি। যদি সে (ল্যাঙ্গার) আগ্রহী থাকে তাহলে তার সঙ্গে আলোচনা করবো।’ 

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

টি-টোয়েন্টি বোলারদের শীর্ষে শামসি, তিনে হাসারাঙ্গা 

টি-টোয়েন্টি বোলারদের শীর্ষে শামসি, তিনে হাসারাঙ্গা 

ফিঞ্চ-ম্যাক্সওয়েলের ব্যাটে ভর করে অজিদের সিরিজ জয় নিশ্চিত

ফিঞ্চ-ম্যাক্সওয়েলের ব্যাটে ভর করে অজিদের সিরিজ জয় নিশ্চিত

মাথায় আঘাত পেয়ে শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে গেলেন স্টিভেন স্মিথ

মাথায় আঘাত পেয়ে শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে গেলেন স্টিভেন স্মিথ

শ্রীলঙ্কার বিপক্ষে অজিদের হয়ে অভিষেকের অপেক্ষায় জশ ইংলিশ

শ্রীলঙ্কার বিপক্ষে অজিদের হয়ে অভিষেকের অপেক্ষায় জশ ইংলিশ