বাংলাদেশ-আফগান সিরিজের ম্যাচ অফিশিয়ালদের তালিকা প্রকাশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৪৯ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২২
বাংলাদেশ-আফগান সিরিজের ম্যাচ অফিশিয়ালদের তালিকা প্রকাশ

চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ এবং আফগানিস্তান। এ সিরিজের ম্যাচগুলো পরিচালনার জন্য ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ। ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচেই ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন নিয়ামুর রশিদ রাহুল।

তিন ম্যাচ পরিচালনার জন্য চারজন আম্পায়ারকে দায়িত্ব দিয়েছে বিসিবি। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দায়িত্ব আম্পায়ারের দায়িত্ব পালন করবেন- গাজী সোহেল, মাসুদুর রহমান মুকুল, তানভীর আহমেদ এবং মোর্শেদ আলি খান।

প্রথম ওয়ানডেতে অনফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন গাজী সোহেল এবং মাসুদুর রহমান মুকুল। এ ম্যাচে টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন তানভীর আহমেদ।

দ্বিতীয় ওয়ানডেতে মাঠে দাঁড়াবেন মাসুদুর রহমান মুকুল, তানভীর আহমেদ। এ ম্যাচে টিভি আম্পায়ারের দায়িত্বে থাকবেন গাজী সোহেল।

তৃতীয় ওয়ানডেতে মাঠের আম্পায়ার হিসেবে থাকবেন তানভীর আহমেদ এবং গাজী সোহেল। টিভি আম্পায়ার মাসুদুর রহমান মুকুল।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচেই চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন মোর্শেদ আলি খান। 

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ডাক পেয়েই আফগানদের হোয়াইটওয়াশ করতে চান ইবাদত

ডাক পেয়েই আফগানদের হোয়াইটওয়াশ করতে চান ইবাদত

১৫০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে ম্যাচ

১৫০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে ম্যাচ

আফগানদের সামলাতে চট্টগ্রামে টাইগারদের প্রস্তুতি শুরু

আফগানদের সামলাতে চট্টগ্রামে টাইগারদের প্রস্তুতি শুরু

বাংলাদেশের সাবেক কোচ স্টুয়ার্ট ল এবার আফগানদের ডেরায়

বাংলাদেশের সাবেক কোচ স্টুয়ার্ট ল এবার আফগানদের ডেরায়