ভারতের টি-টোয়েন্টি দল থেকে বাদ সূর্যকুমার-দীপক চাহার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০১ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২২
ভারতের টি-টোয়েন্টি দল থেকে বাদ সূর্যকুমার-দীপক চাহার

ঘরের মাঠে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দারুণ ছন্দে ছিলেন ভারতীয় ব্যাটার সুর্য কুমার যাদব। তবে বিধি বাম! শ্রীলঙ্কার মাঠে টি-টোয়েন্টি সিরিজের দলে নেই তিনি। ইনজুরির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে ভারতীয় দলে দেখা যাবে না। একই কারণে দল থেকে বাদ পড়েছেন পেসার দীপক চাহার।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে বোলিং করতে গিয়ে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন দীপক চাহার। এরপর থেকেই ধারণা করা হচ্ছিলো শ্রীলঙ্কার বিপক্ষে স্কোয়াডে থাকবেন না তিনি। হলোও সেটাই, শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দল থেকে বাদ পড়েছেন তিনি।

এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুণ ছন্দে থেকে লাক্ষ্মৌয়ে ভারতীয় দলে যোগ দিয়েছিলেন সূর্য কুমার যাদব। তবে অনুশীলনের সময় চোটে পড়েন তিনি। এ কারণেই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের স্কোয়াডে জায়গা পাননি তিনি। 

এছাড়াও শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম পেয়েছেন ভারতের উইকেতরক্ষক ব্যাটার ঋষভ পান্থ এবং বিরাট কোহলি। টেস্ট সিরিজের আগে চাপমুক্ত রাখতেই তাদেরকে বিশ্রাম দিয়েছে দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) লাক্ষ্মৌতে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে ভারত এবং শ্রীলঙ্কা সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ২৬ এবং ২৭ ফেব্রুয়ারি। এ দুই ম্যাচের ভেন্যু ধর্মশালা।

ভারত স্কোয়াড
রোহিত শর্মা, ঋতুরাজ গায়কোয়াড, শ্রেয়াস আইয়ার, সাঞ্জু স্যামসন, ঈশান কিষাণ, ভেঙ্কটেশ আইয়ার, দীপক চাহার, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল, রবি বিষ্ণুই, কুলদ্বীপ যাদব, মোহাম্মদ সিরাজ, ভুবনেশ্বর কুমার, হার্শাল প্যাটেল,  জাসপ্রিত বুমরাহ, আবেশ খান।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

নেটে বুমরাহকে খেলতে উদগ্রীব হয়ে আছি : টিম ডেভিড

নেটে বুমরাহকে খেলতে উদগ্রীব হয়ে আছি : টিম ডেভিড

আমি ঋষভের জায়গা নিতে চাই না : ঈশান কিষাণ

আমি ঋষভের জায়গা নিতে চাই না : ঈশান কিষাণ

ভারতের বোলিং কোচের পদে আসছেন অজিত আগারকার

ভারতের বোলিং কোচের পদে আসছেন অজিত আগারকার

আমাকে পরোক্ষভাবে অবসর নিতে বলা হচ্ছে : ঋদ্ধিমান সাহা

আমাকে পরোক্ষভাবে অবসর নিতে বলা হচ্ছে : ঋদ্ধিমান সাহা