১০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-আফগানিস্তান টি-টোয়েন্টি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:২৪ পিএম, ০১ মার্চ ২০২২
১০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-আফগানিস্তান টি-টোয়েন্টি

ওয়ানডে সিরিজের পর এবার মাঠে গড়ানোর অপেক্ষায় বাংলাদেশ-আফগানিস্তান টি-টোয়েন্টি সিরিজ। ওয়ানডে সিরিজের মতো টি-টোয়েন্টি সিরিজেও থাকবে দর্শক। সর্বনিম্ন ১০০ টাকায় মাঠে বসে উপভোগ করে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ।

আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচই আয়োজিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সর্বোচ্চ ১০০০ হাজার টাকায় গ্র্যান্ড স্ট্যান্ডে বসে উপভোগ করা যাবে খেলা। আর সর্বনিম্ন ১০০ টাকায় ইস্টার্ন গ্যালারিতে খেলা দেখা যাবে।

সিরিজের শুরুর আগের দিন বুধবার (২ মার্চ) মিরপুর সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে টিকিট বিক্রি শুরু করা হবে। সকাল ৯ টা থেকে বিকাল ৬ টা পর্যন্ত বিক্রি করা হবে টিকিট। টিকিট থাকা সাপেক্ষে ম্যাচের আগের দিন সকালেও টিকিট বিক্রি করা হবে।

গ্র্যান্ড স্ট্যান্ড, ইস্টার্ন স্ট্যান্ড ছাড়াও ভিআইপি স্ট্যান্ড, ক্লাব হাউজ এবং নর্থ ও সাউথ স্ট্যান্ডে বসে খেলা উপভোগ করা যাবে। এই স্ট্যান্ডে বসে খেলা দেখতে হলে গুনতে হবে যথাক্রমে ৫০০ টাকা, ৩০০ টাকা এবং ১৫০ টাকা।

বাংলাদেশ -আফগানিস্তান টি-টোয়েন্টি সিরিজ সূচি
১ম টি-টোয়েন্টি- ৩ মার্চ
২য় টি-টোয়েন্টি- ৫ মার্চ
*সবগুলো ম্যাচই শুরু হবে দুপুর তিনটায়।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

চুক্তিতে থাকা ক্রিকেটারদের অবশ্যই খেলতে হবে: নাজমুল হাসান

চুক্তিতে থাকা ক্রিকেটারদের অবশ্যই খেলতে হবে: নাজমুল হাসান

দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলবে সাকিব: বিসিবি সভাপতি

দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলবে সাকিব: বিসিবি সভাপতি

আফগান সিরিজে পুরো পয়েন্ট না পেয়ে হতাশ তামিম

আফগান সিরিজে পুরো পয়েন্ট না পেয়ে হতাশ তামিম

সাকিব ইস্যুতে ‘নমনীয়’ বোর্ডের চাওয়া এক বছরের প্ল্যান

সাকিব ইস্যুতে ‘নমনীয়’ বোর্ডের চাওয়া এক বছরের প্ল্যান