চুক্তিতে থাকা ক্রিকেটারদের অবশ্যই খেলতে হবে: নাজমুল হাসান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৫৩ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২২
চুক্তিতে থাকা ক্রিকেটারদের অবশ্যই খেলতে হবে: নাজমুল হাসান

সাকিব আল হাসান টেস্ট খেলবেন? নাকি টেস্ট থেকে বিরতি নিবেন? এই প্রশ্নে সরগরম ক্রিকেটপাড়া। তিন ফরম্যাটের চুক্তিবদ্ধ ক্রিকেটার হয়েও নিয়মিত টেস্ট না খেলায় প্রতি সিরিজের আগেই এ নিয়ে প্রশ্ন। তবে এবার সেই অবস্থানে কঠোর হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনটাই জানিয়েছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি জানিয়েছেন, কোনো ক্রিকেটার নির্ধারিত কোনো ফরম্যাটে চুক্তিতে থাকলে সে ফরম্যাটে তাকে খেলতেই হবে।

প্রতি টেস্ট সিরিজের আগেই সাকিব আল হাসানের থাকা না থাকা নিয়ে হয় জল ঘোলা। শেষ পর্যন্ত সাকিবের ইচ্ছাকেই প্রাধান্য দিয়ে দল সাজায় বিসিবি। তবে এখন থেকে আর এটি হবে না বলে জানিয়েছেন বিসিবি বস। কঠোরভাবে জানিয়ে দিয়েছেন যে ফরম্যাটের জন্য চুক্তিবদ্ধ হবেন ক্রিকেটাররা। সেই ফরম্যাটে খেলতেই হবে।

এ বিষয়ে নাজমুল হাসান বলেন, ‘কেউ যদি কোনো ফরম্যাটে কন্টাকে আসে তাকে খেলতেই হবে।’

কোনো ক্রিকেটার যদি সিরিজ ওয়াইজ নিজেদের সিদ্ধান্ত জানায় সেক্ষেত্রে সেই ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তিতে রাখা হবে না বলেও কঠোর হুশিয়ারি দিয়েছেন বিসিবি বস। তিনি বলেন, ‘আমরা যদি দেখি কেউ এটা খেলবো না ওটা খেলবো না এই রকম সিরিজ ওয়াইজ সেট করে , তাহলে সে আমাদের কন্টাক্টে থাকবে না। সে যখন অ্যাভেইলঅ্যাবল হবে, সে আমাদেরকে বলবে।’

ক্রিকেটাররা যদি কেন্দ্রীয় চুক্তিতে না থাকেন সেক্ষেত্রে তার জাতীয় দলের খেলা পথ বন্ধ হবে না বলেও জানিয়েছেন তিনি। সেক্ষেত্রে সেই নির্দিষ্ট ক্রিকেটারকে টিম ম্যানেজমেন্ট প্রয়োজন হলে দলে নিবে বলেও জানিয়েছেন পাপন।

তিনি বলেন, ‘টিম ম্যানেজমেন্ট (কেন্দ্রীয় চুক্তিতে না থাকলে) যদি মনে করে তাকে দরকার তাকে খেলাবে। কিন্তু কন্টাকে থাকবে না।’ 

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলবে সাকিব: বিসিবি সভাপতি

দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলবে সাকিব: বিসিবি সভাপতি

আফগান সিরিজে পুরো পয়েন্ট না পেয়ে হতাশ তামিম

আফগান সিরিজে পুরো পয়েন্ট না পেয়ে হতাশ তামিম

একই বোলার, একই ভুল, হতাশ করলেন তামিম

একই বোলার, একই ভুল, হতাশ করলেন তামিম

দক্ষিণ আফ্রিকায় এক সাথে যাবে ওয়ানডে ও টেস্ট দল, অলুশীলন চলবে আলাদা

দক্ষিণ আফ্রিকায় এক সাথে যাবে ওয়ানডে ও টেস্ট দল, অলুশীলন চলবে আলাদা