সিদ্ধান্ত বদল, কোহলি শততম টেস্টে থাকছে দর্শক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:২৩ পিএম, ০১ মার্চ ২০২২
সিদ্ধান্ত বদল, কোহলি শততম টেস্টে থাকছে দর্শক

বিরাট কোহলির শততম টেস্ট বলে মোহালির পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন (পিসিএ) স্টেডিয়ামে থাকবে বিশেষ আয়োজন। আগে জানানো হয়েছিল এ টেস্টে চলাকালীন মাঠে থাকবে না কোনো দর্শক। শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। জানিয়েছে, মাঠে প্রবেশ করতে পারবে দর্শক।

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট দিয়ে সাদা পোশাকে শততম টেস্ট খেলার কীর্তি গড়বেন বিরাট কোহলি। শুধু তাই নয়, এ ম্যাচ দিয়েই নিজেদের টেস্ট ইতিহাসের তিনশ’তম টেস্ট খেলার কীর্তিও গড়বে শ্রীলঙ্কা।

প্রায় তিন বছর পর মোহালিতে ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট। এ ম্যাচে দর্শক প্রবেশ না করানোর সিদ্ধান্ত নিয়েছিল বিসিসিআই। তবে মঙ্গলবার (১ মার্চ) বিসিসিআইয়ের দেওয়া এক বিবৃতিতে দর্শক প্রবেশের করতে দেওয়ার বিষয়টি জানিয়েছে।

বিবৃতিতে বিসিসিআই জানায়, ‘রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিস্থিতি পর্যবেক্ষণ করে মাঠে দর্শক প্রবেশের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাথে কথা হয়েছে। আশা করি দর্শকরা বিরাট কোহলির শততম টেস্টের সাক্ষী হতে পারবে।’

পিএসএ স্টেডিয়ামের ধারণ ক্ষমতার পঞ্চাশ শতাংশ দর্শক প্রবেশ করতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন।

করোনাভাইরাস মহামারির পরও মাঠে দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে ভারতীয় সরকার। তবে ক্রিকেটারদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি মাথায় রেখে দর্শক প্রবেশের নিরুৎসাহিত করেছে বিসিসিআই।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

আমার মনোযোগই আমার শক্তির জায়গা : শ্রেয়াস আইয়ার

আমার মনোযোগই আমার শক্তির জায়গা : শ্রেয়াস আইয়ার

টি-টোয়েন্টিতে ডট বল খেলা একটি অপরাধ : শ্রেয়াস আইয়ার

টি-টোয়েন্টিতে ডট বল খেলা একটি অপরাধ : শ্রেয়াস আইয়ার

যানজট এড়াতে আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের জন্য ‘বিশেষ’ ট্রাফিক ব্যবস্থা

যানজট এড়াতে আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের জন্য ‘বিশেষ’ ট্রাফিক ব্যবস্থা

ভারতের রেকর্ডগড়া জয়ে হোয়াইটওয়াশ শ্রীলঙ্কা

ভারতের রেকর্ডগড়া জয়ে হোয়াইটওয়াশ শ্রীলঙ্কা