যানজট এড়াতে আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের জন্য ‘বিশেষ’ ট্রাফিক ব্যবস্থা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩৮ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০২২
যানজট এড়াতে আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের জন্য ‘বিশেষ’ ট্রাফিক ব্যবস্থা

নিলাম শেষ, প্রকাশিত হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরের সূচি। এবার মাঠে গড়ানোর অপেক্ষা। এর আগেই ক্রিকেটারদের নির্বিঘ্নে মাঠে পৌঁছানোর ব্যবস্থা করে রাখলো দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন্ডিয়া (বিসিসিআই)। জানিয়েছে, আইপিএলের দলগুলোর জন্য রাস্তায় থাকবে বিশেষ লেন।

মুম্বাইয়ের যানজটের কথা সবারই জানা। আইপিএলের দলগুলোর জন্য এই যানজট এড়াতে মহারাষ্ট্র সরকারের সাথে আলোচনায় বসেছিল বিসিসিআই। সেখানেই মহারাষ্ট্র সরকার জানিয়েছে, আইপিএলের দলগুলোর জন্য আলাদা লেনের ব্যবস্থা করা হবে।

চলতি বছরের ২৬ মার্চ থেকে মহারাষ্ট্রে শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসর। এ আসরের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মহারাষ্ট্রের চার ভেন্যুতে। এর মধ্যে আবার তিনটি ভেন্যু মুম্বাই শহরে আর বাকিটার অবস্থান পুনেতে।

আইপিএলের দলগুলো নির্ধারিত সময়ে অনুশীলনে আসা এবং ম্যাচের আগে মাঠে পৌঁছানোর বিষয়টি নিয়ে মহারাষ্ট্র সরকারের সাথে আলোচনায় বসেছিল বিসিসিআই। সেখানেই মহারাষ্ট্রের ট্যুরিজম মন্ত্রী অনুরাগ ঠাকরে জানিয়েছেন, আইপিএলের দলগুলোকে দেওয়া হবে বিশেষ সুবিধা। তাদের জন্য তৈরি করা হবে বিশেষ লেন।

এছাড়াও আইপিএলের দলগুলোর জন্য বায়ো-বাবল তৈরিতেও বিশেষ সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছেন। এছাড়াও ক্রিকেটার এবং দলগুলোর সাথে স্টাফদের করোনা পরীক্ষার জন্যও বিশেষ সুবিধা রাখবে বলে জানিয়েছে মহারাষ্ট্র সরকার।

আইপিএলের ১৫তম আসরে অনুষ্ঠিত হবে মোট ৭০ ম্যাচ। এর মধ্যে ৫৫ ম্যাচের ভেন্যু মুম্বাই। আর বাকি ১৫ ম্যাচ আয়োজিত হবে একই রাজ্যের আরেক শহর পুনেতে।

আইপিএলের সর্বশেষ দুই আসরে মাঠে দর্শক না থাকলেও এবার সেই খরা ঘুচবে। মহারাষ্ট্র সরকার আইপিএলের ম্যাচগুলোতে স্টেডিয়ামের ধারণক্ষমতার ২৫ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দিবে বলে জানিয়েছে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

দশ দলে পাল্টে গেল আইপিএল পদ্ধতি, যুক্ত হলো গ্রুপ পর্ব

দশ দলে পাল্টে গেল আইপিএল পদ্ধতি, যুক্ত হলো গ্রুপ পর্ব

ব্রডকাস্টারদের দাবি মেনে আইপিএল শুরু ২৬ মার্চ

ব্রডকাস্টারদের দাবি মেনে আইপিএল শুরু ২৬ মার্চ

ওয়াংখেড়ের ম্যাচ নিয়ে আপত্তি, বিপাকে আইপিএল কর্তৃপক্ষ

ওয়াংখেড়ের ম্যাচ নিয়ে আপত্তি, বিপাকে আইপিএল কর্তৃপক্ষ

আইপিএলে মোস্তাফিজদের কোচিং প্যানেলে অজিত আগারকার

আইপিএলে মোস্তাফিজদের কোচিং প্যানেলে অজিত আগারকার