দ্বিতীয় ম্যাচেও ছন্দ ধরে রাখতে চান মাহমুদউল্লাহ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:১০ পিএম, ০৩ মার্চ ২০২২
দ্বিতীয় ম্যাচেও ছন্দ ধরে রাখতে চান মাহমুদউল্লাহ

দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৬১ রানের জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ব্যাট হাতে লিটন দাসের পর বল হাতে ঝলক দেখিয়েছেন স্পিনার নাসুম আহমেদ। দুইজনের পারফর্মেন্সে ভর বাংলাদেশের হাতেমুঠোয় এসেছে সিরিজের প্রথম ম্যাচ। প্রথম টি-টোয়েন্টি জয়ের এই ধারাবাহিকতা দ্বিতীয় ম্যাচেও চান অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

বৃহস্পতিবার (৩ মার্চ) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শুরুতেই ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদশ। ব্যাটিংয়ে নেমেই নিজের সেরা ছন্দ দেখান উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। তার ৬০ রানে ভর করে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৫৫ রান।

১৫৬ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ৯৮ রানেই গুটিয়ে যায় আফগানরা। আফগানদের ব্যাটিং অর্ডারে ধস নামান নাসুম আহমেদ। শিকার করেন ১০ রানে ৪ উইকেট।

শুধু নাসুম নন, দলগত পারফর্মেন্সে ম্যাচ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। তাই তো বাংলাদেশ অধিনায়ক চান পরের ম্যাচেও থাকবে দারুণ পারফর্মেন্সের ধারাবাহিকতা।

তিনি বলেন, ‘আমি ভেবেছিলাম এই রান ডিফেন্ড করা যাবে। আশা করি এটা ধরে রাখতে পারবো এবং পরের ম্যাচও জিততে পারবো।’

তিনি আরও বলেন, ‘মাঝের সময় ছেলেরা দারুণ লড়াই করেছে। ব্যাট এবং বল হাতে আমাদের  অনেক এগিয়ে ছিলাম।’

টস জিতে ব্যাটিং নেওয়ার পর এই ধরনের উইকেটে ১৫০ রানের মতো করতে চেয়েছিলেন বলেও জানান। বলেন, ‘আমরা চেয়েছিলাম স্কোরবোর্ডে যেন ১৫৫-১৬০ রান হয়। এটাই এই উইকেট চ্যালেঞ্জিং স্কোর।’

ম্যাচের দুই নায়ক লিটন এবং নাসুমের পারফর্মেন্সেও বেশ খুশি দলপতি। তাই তো অধিনায়ক এই দুইজনকে প্রশংসায় ভাসিয়েছেন।

তিনি বলেন, ‘আমাদের বোলাররা বেশ ভালো বোলিং করেছে। বিশেষ করে নাসুম। লিটনও দারুণ ব্যাটিং করেছে। পুরো ইনিংসেই লিটন ব্যাটিং অসাধারণ ছিল।’

স্পোর্টসমেইল২৪/পিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

টি-টোয়েন্টিতে আফগানদের ‘গুড়িয়ে’ দিয়ে টাইগারদের বড় জয়

টি-টোয়েন্টিতে আফগানদের ‘গুড়িয়ে’ দিয়ে টাইগারদের বড় জয়

ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও সেরা ছন্দে লিটন

ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও সেরা ছন্দে লিটন

ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে লিটন, অবনতি মুশফিক-মিরাজের

ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে লিটন, অবনতি মুশফিক-মিরাজের

‘ফ্যাসিলিটি সীমাবদ্ধতায়’ বাংলাদেশ সফর স্থগিত করলো আয়ারল্যান্ড

‘ফ্যাসিলিটি সীমাবদ্ধতায়’ বাংলাদেশ সফর স্থগিত করলো আয়ারল্যান্ড