ব্যাটিং ব্যর্থতায় হার দিয়ে বিশ্বকাপ শুরু টাইগ্রেসদের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪৪ এএম, ০৫ মার্চ ২০২২
ব্যাটিং ব্যর্থতায় হার দিয়ে বিশ্বকাপ শুরু টাইগ্রেসদের

নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল বাংলাদেশ। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার নারীরা। শুরুতেই ব্যাট করতে নেমে বাংলাদেশের দারুণ বোলিংয়ে মাত্র ২০৭ রানে থেমেছিল প্রোটিয়াররা। ছোট লক্ষ্য পেয়েও জয়ের বন্দরে ভিড়তে পারেনি টাইগ্রেসদের তরী। আর এতেই ৩২ রানের হার দিয়েই জ্যোতি-সালমাদের শুরু করতে হলো বিশ্বকাপ মিশন।

বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে ডানেডিনে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছিল বাংলাদেশের মেয়েরা। টস ভাগ্যে জিতে শুরুতেই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

অধিনায়কের সিদ্ধান্ত যে ঠিক ছিল তা প্রমাণ করতে বেশি সময় নেয়নি টাইগ্রেস বোলিং আক্রমণ। শুরু থেকেই প্রোটিয়া নারীদের চেপে ধরে তারা। আর এতে সাফল্য পেতেও সময় লাগেনি। স্কোরবোর্ডে ৩০ রান তুলতেই প্রথম উইকেট হারিয়ে বসে প্রোটিয়ারা।

এরপরে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন লাউরা উলভার্ট এবং লারা গুডডল। তবে দুইজনই দলীয় ৬৯ রানে ফিরে গেলে আর রানের চাকা সচল রাখতে প্রোটিয়ারদের বেশ বেগ পোহাতে হয়। 

জাহানারা-তৃষ্ণাদের বোলিং তোপে শেষ পর্যন্ত ২০৭ রানে দক্ষিণ আফ্রিকার ইনিংস। বাংলাদেশের হয়ে তিন উইকেট শিকার করেন ফারিহা তৃষ্ণা এবং জাহানারা আলম।

২০৮ রানের লক্ষ্যে খেলতে নেমে দলকে ভালো শুরু এনে দেন শামীমা সুলতানা এবং শারমিন আক্তার। দুইজন মিলে গড়ে তোলেন ৬৯ রানের জুটি। এ দু’জনের বিদায়ের পর আর বড় কোনো জুটি গড়তে পারেনি বাংলাদেশের নারীরা। 

মাঝে রুমানা আক্তার আর নিগার সুলতানা দলকে টেনে তোলার চেষ্টা করেন। তবে দুইজনের কেউই বড় ইনিংস খেলতে না পারায় স্কোরবোর্ডে ১০৮ রান তুলেই ৫ উইকেট হারিয়ে বসে বাংলাদেশের নারীরা।

এরপর আর কেউ উইকেট থিতু হতে পারেননি। আর এতেই ইনিংসের তিন বল বাকি থাকতেই ১৭৫ রানে থামের বাংলাদেশের ইনিংস। 

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৪ রান আসে ওপেনার শারমিন আক্তারের ব্যাট থেকে। আর দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান করেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

শেষ ওভারের রোমাঞ্চে নিউজিল্যান্ড মেয়েদের হারিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ

শেষ ওভারের রোমাঞ্চে নিউজিল্যান্ড মেয়েদের হারিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ

নারী বিশ্বকাপের ‘পাঁচ তারকা’

নারী বিশ্বকাপের ‘পাঁচ তারকা’

বিশ্বমঞ্চে নিজেদের প্রমাণ দেওয়ার বিশাল সুযোগ: নিগার সুলতানা

বিশ্বমঞ্চে নিজেদের প্রমাণ দেওয়ার বিশাল সুযোগ: নিগার সুলতানা

নারী বিশ্বকাপের প্রাইজমানি দ্বিগুণ করলো আইসিসি

নারী বিশ্বকাপের প্রাইজমানি দ্বিগুণ করলো আইসিসি