আইপিএলের কারণে নেদারল্যান্ডসের বিপক্ষে মূল দলকে পাচ্ছে না নিউজিল্যান্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৪০ পিএম, ০৭ মার্চ ২০২২
আইপিএলের কারণে নেদারল্যান্ডসের বিপক্ষে মূল দলকে পাচ্ছে না নিউজিল্যান্ড

দিন কয়েক পরেই নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে তাসমান পাড়ের দেশটিতে যাবে নেদারল্যান্ডস। এ সিরিজে কিউই শিবিরে থাকবে না দলের মূল ক্রিকেটাররা। বিষয়টি নিশ্চিত করেছেন কিউই কোচ গ্যারি স্টেড।

চলতি বছরের ২৫ মার্চ থেকে শুরু হবে নিউজিল্যান্ড এবং নেদারল্যান্ডসের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এ সিরিজ শুরুর পরের দিন অর্থাৎ ২৬ মার্চ থেকে ভারতের মাটিতে শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসর। এ কারণেই নেদারল্যান্ডসের বিপক্ষে থাকবেন না কিউই ক্রিকেটাররা।

আইপিএলের বিভিন্ন ফ্রাঞ্চাইজিগুলোর হয়ে মাঠে নামবেন কেন উইলিয়ামসন, ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন এবং টিম সাউদিদের মতো ক্রিকেটাররা। তাদেরকে ছাড়াই নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে কিউইরা। কেন উইলিয়ামসনের বদলি হিসেবে এ সিরিজ অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন টম লাথাম।

সিনিয়র ক্রিকেটাদের না থাকার বিষয়ে গ্যারি স্টেড বলেন, ‘তারা নেদারল্যান্ডস সিরিজে থাকছেন না। কোচ হিসেবে এটা খুব আনন্দদায়ক যে আপনি জানেন কারা স্কোয়াডে থাকবে এবং ভবিষ্যতে দলকে নেতৃত্ব দিবে।’

এর আগে সর্বশেষ ২০২১ সালে পাকিস্তান সিরিজে আইপিএলের কারণে দক্ষিণ আফ্রিকা দলে ছিলেন না গুরুত্বপূর্ন কিছু ক্রিকেটার। এবারও বাংলাদেশ সিরিজে প্রোটিয়া সফরে রয়েছে একই শঙ্কা। দক্ষিণ আফ্রিকার পর এবার নিউজিল্যান্ড দলেও ক্রিকেটারদের না পাওয়ার শঙ্কা জেগেছে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

আইপিএলের আগেই সুস্থ হওয়ার প্রত্যাশায় উইলিয়ামসন

আইপিএলের আগেই সুস্থ হওয়ার প্রত্যাশায় উইলিয়ামসন

বাতিল হলো অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ

বাতিল হলো অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ

শেন বন্ড : অকালে হারানো তাসমান সাগরপাড়ের গতিদানব

শেন বন্ড : অকালে হারানো তাসমান সাগরপাড়ের গতিদানব

বাংলাদেশের দেওয়া সম্মান কখনো ভুলবেন না টেইলর

বাংলাদেশের দেওয়া সম্মান কখনো ভুলবেন না টেইলর