বাতিল হলো অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০৩ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২২
বাতিল হলো অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ

২০২১ সালের শেষের দিকে করোনা প্রাদুর্ভাবের কারণে ভারত সিরিজ বাতিল করেছিল নিউজিল্যান্ড। এবার একই কারণে বাতিল করা হলো অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজও। নিউজিল্যান্ডের কোভিড নিয়ন্ত্রণ বিষয়ক নীতিমালা ম্যানেজড আইসোলেশন অ্যান্ড কোয়ারেন্টাইনের কারণেই এই সিদ্ধান্ত।

চলতি বছরের মার্চ মাসে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ডে যাওয়ার কথা ছিল অস্ট্রেলিয়ার। কোয়ারেন্টাইন নিয়মের কারণে সিরিজটি স্থগিত করার সিদ্ধান্তে সায় দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়াও (সিএ)। ম্যাচ তিনটি হওয়ার কথা ছিল নেপিয়ারে।

বুধবার (৯ ফেব্রুয়ারি) সিরিজ বাতিলের ব্যাপারটা নিশ্চিত করে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড। সিরিজ বাতিলের ব্যাপারটা নিয়ে কারণ ব্যাখা করেছেন নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট।

তিনি বলেন, ‘আমরা যে সময়ে সফরের সময় নির্ধারণ করেছিলাম। আশা ছিল সে সময়ে ট্রান্স-তাসমান সীমান্ত খোলা থাকবে। তবে ওমিক্রনের আবির্ভাবে দুর্ভাগ্যবশত সীমান্তে সবকিছু বদলে গেছে। যার কারণে সিরিজটি চালিয়ে যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়।’

সিরিজটি বাতিল হওয়া একই সঙ্গে তাদের জন্য হতশার। সেটাই জানিয়ে দিলেন তিনি, ‘এটি আসলে খুবই হতাশাজনক। তবে আমরা জানি ব্যবসা কিংবা অন্যান্য খেলাধুলার ক্ষেত্রেও একই নিয়ম বহাল থাকবে।’

সিরিজের তিনটি ম্যাচ হওয়ার কথা ছিল ১৭, ১৮ এবং ২০ মার্চ। এই সিরিজ বাতিল হলেও ২৫ মার্চ থেকে নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজটি খেলবে নিউজিল্যান্ড। তবে সেটা নেপিয়ারের পরিবর্তে ম্যাকলিন পার্কে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা।

স্পোর্টসমেইল২৪/এএইচবি

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

অস্ট্রেলিয়া সিরিজেও পাকিস্তানের কোচ থাকছেন সাকলাইন

অস্ট্রেলিয়া সিরিজেও পাকিস্তানের কোচ থাকছেন সাকলাইন

অস্ট্রেলিয়ার গিয়ে করোনা পজিটিভ কুশল মেন্ডিস

অস্ট্রেলিয়ার গিয়ে করোনা পজিটিভ কুশল মেন্ডিস

পাকিস্তান সিরিজে অস্ট্রেলিয়ার টেস্ট দল ঘোষণা

পাকিস্তান সিরিজে অস্ট্রেলিয়ার টেস্ট দল ঘোষণা

পাকিস্তান সফরে অনিশ্চিত ‘কয়েকজন’ অজি ক্রিকেটার

পাকিস্তান সফরে অনিশ্চিত ‘কয়েকজন’ অজি ক্রিকেটার