শাহীন আফ্রিদিকে বিলাসবহুল গাড়ি উপহার দিলেন লাহোরের মালিক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:১৪ পিএম, ০৭ মার্চ ২০২২
শাহীন আফ্রিদিকে বিলাসবহুল গাড়ি উপহার দিলেন লাহোরের মালিক

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সপ্তম আসরে প্রথমবারের মতো নেতৃত্ব দিয়েই লাহোর কালান্দার্সকে শিরোপা এনে দিয়েছেন শাহীন শাহ আফ্রিদি। বল হাতে পুরো আসরে ছিলেন দুর্দান্ত। ব্যাট হাতেও দেখিয়েছেন ক্যামিও। শাহীনের এমন পারফর্ম্যান্সে খুশি হয়ে লাহোর কালান্দার্সের মালিক আতিফ রানা শাহীনকে তার ব্যবহার করা একটি বিলাসবহুল গাড়ি উপহার দিয়েছেন।

আতিফ রানার ভাই এবং বিজয়ী ফ্র্যাঞ্চাইজির সহ-মালিক সামিন রানা একটি সাম্প্রতিক সাক্ষাত্কারে জানিয়েছেন, পিএসএল সপ্তম আসর শুরু হওয়ার আগে উপহার বিতরণের কোনো ইচ্ছা ছিল না।

পিএসএলের আগে সামিন পুরস্কারের ব্যাপারে অনিচ্ছা প্রকাশ করলেও আসর শুরু পর অবশ্য তার সিদ্ধান্ত পালটে যায়। আর এই যাত্রা শুরু হয় ফখর জামানকে দিয়ে।

এই বিষয়ে সামিন বলেন, ‘ফখর জামান যখন সেঞ্চুরি করেছিলেন তখন আমি বলেছিলাম যে এটি খুব বিশেষ কিছু। যার জন্য ফখরের একটি পুরস্কার পাওয়া উচিত।’ এখান থেকেই শুরু হয় উপহার বিতরণের ধারা।

করাচি কিংসের বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি এবং সাতটি হাফ সেঞ্চুরি করার জন্য ফখরকে পিএসএলের সপ্তম আসরের সেরা ব্যাটার হিসাবে মনোনীত করা হয়েছিল।

শাহীনের ব্যাপারে সামিন আরও বলেন, ‘শাহীনের বয়স নিয়ে মানুষের মনে প্রশ্ন আছে কিন্তু সে নিঃসন্দেহে অনেক ছোট। কিন্তু বেশ পরিণত এবং তার হৃদয় অনেক বড়। যখনই তিনি (শাহীন) উপহার পেতেন, তা দলের সদস্য এবং ক্রীড়া কর্মীদের মধ্যে বিতরণ করে দিয়ে দিতেন।’

গাড়ির ব্যাপারে সামিন জানিয়েছেন, শাহীন আতিফের একটি গাড়ি নিয়ে ঠাট্টা-মশকরা করছিল এবং বলছিল যে এটা তার খুব পছন্দ হয়েছিল। মজার ব্যাপার হলো, সেই গাড়িটিই পাচ্ছেন শাহীন।

সামিন বলেন, ‘এ কারণেই শাহীন তার পছন্দের একটি উপহারটা পেয়েছিল। আমি শাহীনকে বলেছিলাম যে এটি দান করবেন না। কারণ এটি শুধুমাত্র তার জন্যই ছিল।’

স্পোর্টসমেইল২৪/এএইচবি

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

যদি আফগানিস্তান না থাকতো, জানি না আমি এখন কী করতাম : রশিদ খান

যদি আফগানিস্তান না থাকতো, জানি না আমি এখন কী করতাম : রশিদ খান

রিজওয়ানের 'বড় ভক্ত' ইংলিশ অধিনায়ক

রিজওয়ানের 'বড় ভক্ত' ইংলিশ অধিনায়ক

প্রথমবারের মতো পিএসএল শিরোপা লাহোরের ঘরে

প্রথমবারের মতো পিএসএল শিরোপা লাহোরের ঘরে

সত্যি হলো ইমরান খানের ভবিষ্যৎবাণী

সত্যি হলো ইমরান খানের ভবিষ্যৎবাণী