আইপিএলকে টেক্কা দিতে চান রমিজ, পিএসএলে যুক্ত হচ্ছে নিলাম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৩০ পিএম, ১৫ মার্চ ২০২২
আইপিএলকে টেক্কা দিতে চান রমিজ, পিএসএলে যুক্ত হচ্ছে নিলাম

সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার রমিজ রাজা বোর্ডের (পিসিবি) দায়িত্ব নেওয়ার পর অনেকটাই পাল্টে গেছে ক্রিকেট পাকিস্তান। নানা শঙ্কা উড়িয়ে বিদেশিদের অতিথেয়তা দেওয়া ছাড়াও ঘরের মাঠে সফলভাবে শেষ হয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সপ্তম আসর। এবার তার দৃষ্টি ভিন্ন দিকে, পিএসএল দিয়ে টেক্কা দিতে চান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএলের সাথে।

পিএসএলের অষ্টম আসরে থেকে দেশি-বিদেশি ক্রিকেটার নিয়ে দল সাজাতে আয়োজন করতে চান নিলাম। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে (আইপিএল) টেক্কা দিতেই পিএসএলে নিলাম পদ্ধতি চালুর পরিকল্পনায় পিসিবি চেয়ারম্যান রমিজ রাজার।

তিনি জানান, ড্রাফটের পরিবর্তে অষ্টম আসর থেকে পিএসএলে নিলাম করার পরিকল্পনা নেওয়া হয়েছে। নিলাম হলো টাকার খেলা। নিলাম হলে পিএসএল বাদ দিয়ে কে আইপিএলে খেলতে যায় -সেটিই দেখতে চান তিনি।

২০২২ সালের আসর দিয়ে পিএসএলে সাতটি আসর অনুষ্ঠিত হয়েছে। সবগুলো আসরেই ড্রাফটের মাধ্যমে নিজেদের দল সাজিয়েছিল পিএসএলের ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে ড্রাফটের পরিবর্তে নিলাম আয়োজনের ছক কষছেন পিসিবির চেয়ারম্যান রমিজ।

পিসিবি চেয়ারম্যান বলেন, ‘আর্থিকভাবে নিজেদের স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে আমাদের নতুন পন্থা অবলম্বন করতে হবে। পিএসএল এবং আইসিসির তহবিল ছাড়া আমাদের কিছুই নেই। আগামী বছর থেকে আমাদের মডেল কী হবে সেটা নিয়ে আলোচনার সুযোগ আছে। নতুন মৌসুম থেকেই নিলাম চালু করতে চাই। এ নিয়ে চাহিদা আছে, কিন্তু এটা নিয়ে সিদ্ধান্ত নিতে ফ্র্যাঞ্চাইজিদের সাথে বসতে হবে।’

আইপিএলকে টেক্কা দেওয়াই মূল লক্ষ্য রমিজের। বলেন, ‘এটি একটি টাকার খেলা। পাকিস্তানে ক্রিকেট আর্থিকভাবে শক্তিশালী হলে আমাদের সম্মানও বাড়বে। সেই অর্থনীতির মূল চালক হলো পিএসএল। আমরা যদি পিএসএলের নিলাম মডেল চালু করি তবে আমাদের আর্থিক শক্তি বাড়বে। আমি আইপিএলের আদলে আয়োজন করতে চাই এবং এরপর দেখতে চাই পিএসএল বাদ দিয়ে কে আইপিএল খেলতে যায়।’

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

নতুন পাঁচ নিয়মে মাঠে গড়াচ্ছে আইপিএল

নতুন পাঁচ নিয়মে মাঠে গড়াচ্ছে আইপিএল

যানজট এড়াতে আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের জন্য ‘বিশেষ’ ট্রাফিক ব্যবস্থা

যানজট এড়াতে আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের জন্য ‘বিশেষ’ ট্রাফিক ব্যবস্থা

আয়ের রেকর্ড গড়লো পিএসএল

আয়ের রেকর্ড গড়লো পিএসএল

জেমস ফকনারকে পিএসএলে ‘নিষিদ্ধ’ করলো পাকিস্তান

জেমস ফকনারকে পিএসএলে ‘নিষিদ্ধ’ করলো পাকিস্তান