টেস্ট অভিষেকের দুয়ারে ইংলিশ পেসার সাকিব মাহমুদ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৩০ পিএম, ১৬ মার্চ ২০২২
টেস্ট অভিষেকের দুয়ারে ইংলিশ পেসার সাকিব মাহমুদ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের শেষ দিনে ইনজুরিতে পড়েছিলেন পেসার মার্ক উড। এরপরেই ধারণা করা হয়েছিল একাদশে ফিরবেন পেসার ওলি রবিনসন। ইনজুরি কাটিয়ে এখনও ফিট না হওয়ায় তাকে একাদশে রাখেনি ইংলিশ টিম ম্যানেজমেন্ট। এ কারণেই কপাল খুলেছে সাকিব মাহমুদের। ইংলিশদের হয়ে টেস্ট অভিষেক হবে তার।

২০১৯ সালে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক সাকিবের। এরপর জাতীয় দলের হয়ে খেলেছেন ওয়ানডেও। তবে কোনোভাবেই গায়ে জড়ানো হচ্ছিলো না টেস্ট জার্সি। এবার সেই সুযোগ মিলছে। ইংলিশদের হয়ে সাদা পোশাকে মাঠে নামার অপেক্ষায় তিনি।

বুধবার (১৬ মার্চ) কিংস্টন ওভালে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড। এ ম্যাচের জন্য একদিন আগেই একাদশ জানিয়ে দিয়েছে ইংলিশরা। একাদশে রয়েছে একটি পরিবর্তন। মার্ক উডের বদলি হিসেবে মাঠে নামবেন সাকিব মাহমুদ।

আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত ৭ ওয়ানডে এবং ১২ টি-টোয়েন্টি খেলেছেন এই পেসার। এই সময় তিনি শিকার করেছেন ২১ উইকেট।

প্রথম শ্রেণির ক্রিকেটেও তার রেকর্ড বেশ ঈর্ষণীয়। ২৫ ম্যাচে শিকার করেছেন ৭০ উইকেট। পুরো ম্যাচে একই গতিতে বল করতে পারার সক্ষমতার কারণে তার উপরে ভরসা রাখছে ইংলিশ টিম ম্যানেজমেন্ট।

ইংল্যান্ড একাদশ
অ্যালেক্স লিস, জ্যাক ক্রলি, জো রুট (অধিনায়ক), ড্যান লরেন্স, বেন স্টোকস, জনি বেয়ারস্টো, বেন ফোকস (উইকেটরক্ষক), ক্রিস ওকস, ক্রেইগ ওভারটন, জ্যাক লিচ, সাকিব মাহমুদ।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

সারের হয়ে ‘ভাইটালিটি টি-টোয়েন্টি ব্লাস্ট’ মাতাবেন সুনীল নারিন

সারের হয়ে ‘ভাইটালিটি টি-টোয়েন্টি ব্লাস্ট’ মাতাবেন সুনীল নারিন

ব্রড-অ্যান্ডারসন ছাড়াও ইংল্যান্ডের বোলিং বিপদজনক: ফিল সিমন্স

ব্রড-অ্যান্ডারসন ছাড়াও ইংল্যান্ডের বোলিং বিপদজনক: ফিল সিমন্স

ছয় ম্যাচের জন্য ইংলিশ ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন হাসান আলী

ছয় ম্যাচের জন্য ইংলিশ ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন হাসান আলী

রিজওয়ানের 'বড় ভক্ত' ইংলিশ অধিনায়ক

রিজওয়ানের 'বড় ভক্ত' ইংলিশ অধিনায়ক