সারের হয়ে ‘ভাইটালিটি টি-টোয়েন্টি ব্লাস্ট’ মাতাবেন সুনীল নারিন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৫২ এএম, ১০ মার্চ ২০২২
সারের হয়ে ‘ভাইটালিটি টি-টোয়েন্টি ব্লাস্ট’ মাতাবেন সুনীল নারিন

বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লিগগুলোতে ওয়েস্ট ইন্ডিজের স্পিনার সুনীল নারিন বেশ পরিচিত মুখ। এবার ইংলিশ কাউন্টি দল সারের হয়ে ভাইটালিটি টি-টোয়েন্টি ব্লাস্ট মাতাবেন ক্যারিবীয় অফ-স্পিনার। পুরো আসরের জন্য সারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন নারিন।

বুধবার (৯ মার্চ) ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে নারিন চুক্তির বিষয়টি নিশ্চিত করা হয়। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সপ্তম আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার পরপরই সারের স্কোয়াডে দু’জন বিদেশী খেলোয়াড়ের একজন হিসাবে যোগ দিবেন এই অফ-স্পিনার।

ভাইটালিটি ব্লাস্টের এবারের আসরে খেলতে পেরে বেশ রোমাঞ্চিত নারিন। তিনি বলেন, ‘এই বছর ভাইটালিটি ব্লাস্টে সারের হয়ে খেলার সুযোগ পেয়ে আমি রোমাঞ্চিত। বিশ্বের কয়েকটি প্রতিযোগিতার মধ্যে এটা একটি যেখানে কখনো আমার খেলার অভিজ্ঞতা হয়নি।’

নারিন আরও বলেন, ‘২০২১ সালে ওভাল ইনভিন্সিবলের হয়ে (দ্য হান্ড্রেডে) কিয়া ওভালে দর্শকপূর্ণ মাঠে খেলাটি আমি উপভোগ করেছি। সেটা আমাকে অন্যরকম স্বাদ দিয়েছে৷ আমার লক্ষ্য এই বছর যতটা সম্ভব দর্শকদের বিনোদিত করা। আশা করি শিরোপার জন্য ক্লাবকে নিশ্চয়তা দিতে পারবো।’

সুনীল নারিনকে পেয়ে উচ্ছ্বাসিত সারের ক্রিকেট পরিচালক অ্যালেক স্টুয়ার্টও। তিনি বলেন, ‘আমরা খুব খুশি যে, সুনীল এই বছরের ভাইটালিটি ব্লাস্টের জন্য আমাদের সাথে যোগ দিচ্ছেন। বোলার হিসাবে তার দক্ষতা এবং যেকোনো জায়গায় ব্যাট করার ক্ষমতা তাকে যেকোনো টি-টোয়েন্টি দলে খুব গুরুত্বপূর্ণ করে তোলে।’

তিনি আরও বলেন, ‘এই ফরম্যাটে সে একজন পরীক্ষিত বিজয়ী খেলোয়াড়। বিশ্বজুড়ে আন্তর্জাতিক এবং অনেক লিগে খেলা তার অভিজ্ঞতা একটি অমূল্য সম্পদ। আমি এই গ্রীষ্মে সারের জার্সিতে তার পারফর্ম দেখার জন্য অপেক্ষা করছি।’

স্পোর্টসমেইল২৪/এএইচবি


শেয়ার করুন :


আরও পড়ুন

উত্তেজনা ছড়ানো ফাইনালে কুমিল্লার তৃতীয় বিপিএল শিরোপা

উত্তেজনা ছড়ানো ফাইনালে কুমিল্লার তৃতীয় বিপিএল শিরোপা

বিপিএলে দ্রুততম হাফ-সেঞ্চুরির রেকর্ড গড়লেন নারাইন

বিপিএলে দ্রুততম হাফ-সেঞ্চুরির রেকর্ড গড়লেন নারাইন

অ্যাকশন শুধরে সফল নারিন

অ্যাকশন শুধরে সফল নারিন

আইপিএলে নতুন রেকর্ডে নারিন প্রথম

আইপিএলে নতুন রেকর্ডে নারিন প্রথম