আইপিএলে চুক্তিবদ্ধ প্রোটিয়ারা খেলবে না বাংলাদেশ সিরিজে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৪৩ পিএম, ১৬ মার্চ ২০২২
আইপিএলে চুক্তিবদ্ধ প্রোটিয়ারা খেলবে না বাংলাদেশ সিরিজে

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের স্কোয়াডে আছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চুক্তিবদ্ধ বেশ কয়েকজন ক্রিকেটার। ওয়ানডে সিরিজ খেললেও টেস্টে সিরিজে থাকবেন না এই ক্রিকেটাররা। আইপিএলের জন্য সিরিজের মাঝপথেই ক্রিকেটারদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।

এর আগে দক্ষিণ আফ্রিকান ক্রিকেটারদের টেস্ট খেলে আইপিএলে যাওয়ার অনুরোধ জানিয়েছিলেন অধিনায়ক ডিন এলগার। তবে অধিনায়কের সেই অনুরোধ রাখছেন না ক্রিকেটাররা। দেশের খেলা রেখেই যোগ দিবেন আইপিএলে।

আইপিএলে খেলার কারণে টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকা দলে থাকবেন না পেসার মার্কো জানসেন, কাগিসো রাবাদা এবং লুঙ্গি এনগিদি। এছাড়াও ওয়ানডে সিরিজ শেষেই আইপিএলে নিজ দলে যোগ দিবেন ব্যাটার কুইন্টন ডি কক। অবশ্য টেস্ট থেকে বিদায় নেওয়ায় তাকে নিয়ে নেই কোনো আলোচনা।

আইপিএলের জন্য ক্রিকেটারদের ছেড়ে দেওয়ার বিষয়ে সিএসএ’র এক কর্মকর্তা বলেন, ‘বিসিসিআইয়ের সাথে চুক্তি অনুযায়ী আমরা খেলোয়াড়দের ছেড়ে দিচ্ছি। আইপিএলের সময়সীমা বেড়েছে। এখনও চুক্তি একই রয়েছে। এই কারণে ক্রিকেটারদের ছেড়ে দেওয়া হচ্ছে।’

দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের জন্য দেশের খেলা ছেড়ে আইপিএলে যোগ দেওয়ার ঘটনা নতুন নয়। এর আগে সর্বশেষ ২০২১ সালে পাকিস্তান সিরিজেও একই ঘটনা ঘটেছিল।

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে না থাকলেও ওয়ানডেতে থাকবেন আইপিএলে চুক্তিবদ্ধ ক্রিকেটাররা। তাদেরকে রেখেই বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা।

দক্ষিণ আফ্রিকা স্কোয়াড
টেম্বা বাভুমা (অধিনায়ক), কেশব মহারাজ (সহ-অধিনায়ক), কুইন্টন ডি কক, জুবাইর হামজা, মার্কো জানসেন, জানেমান মালান, অ্যাইডেন মারক্রাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, ওয়েন পারনেল, অ্যান্ডিলে ফেসুকায়ো, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, সারি ভন ডার ডুসেন ও কাইল ভেরেইন্নে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

দক্ষিণ আফ্রিকায় আত্মবিশ্বাসী শরিফুল

দক্ষিণ আফ্রিকায় আত্মবিশ্বাসী শরিফুল

টাইগারদের পাওয়ার হিটিং কোচ মাত্র ‘পাঁচদিনের’

টাইগারদের পাওয়ার হিটিং কোচ মাত্র ‘পাঁচদিনের’

বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ‘শক্তিশালী’ ওয়ানডে স্কোয়াড

বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ‘শক্তিশালী’ ওয়ানডে স্কোয়াড

আইপিএলে না গিয়ে বাংলাদেশের বিপক্ষে খেলবে প্রোটিয়ার আট ক্রিকেটার

আইপিএলে না গিয়ে বাংলাদেশের বিপক্ষে খেলবে প্রোটিয়ার আট ক্রিকেটার